ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তামণি সুস্থ, কেবিনে স্থানান্তর

প্রকাশিত: ০৪:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৭

মুক্তামণি সুস্থ, কেবিনে স্থানান্তর

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় দফা অস্ত্রোপচারের পর সুস্থ আছে মুক্তামণি। বৃহস্পতিবার সকালে আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। দুপুরে তাকে দেখতে ঢামেকের বার্ন ইউনিটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মুক্তামণি স্বাস্থ্যমন্ত্রীকে জানায়, ‘আমি ভাল আছি।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী মুক্তামণির সুস্থতা কামনা করেন এবং তার পাশে প্রধানমন্ত্রী আছেন বলে সাহস জোগান। তিনি জানান, ‘শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর রেখেছেন। এটি বিস্ময়কর!’ মুক্তামণিকে দেখার পর ঢামেকের বার্ন ইউনিটের তৃতীয়তলায় কনফারেন্স হলে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মুক্তামণির হাতের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন দেশের চিকিৎসকরা। যা পারেনি সিঙ্গাপুর তা করে দেখিয়েছে বাংলাদেশের চিকিৎসকরা। তারা দৃষ্টান্ত স্থাপন করছেন। তারও আগে আবুল বাজনদার, জোড়া শিশু তোফা ও তহুরাকেও আলাদা করেছেন।’ এ সময় চিকিৎসকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। সেই সঙ্গে মুক্তামণি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক হাত নিয়ে বাড়ি যাবে বলে প্রত্যাশা জ্ঞাপন করেন। ঢামেকের বার্ন এ্যান্ড প্লাস্টিক সাজার্রি ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্তলাল সেন বলেন, ‘মুক্তামণির অপারেশনটি ছিল অত্যন্ত জটিল। আমরা অনেক কষ্ট করে তাকে আজকের এই অবস্থায় এনেছি। তার হাতের সব টিউমার অপসারণ করেছি। মুক্তামণি বর্তমানে সুস্থ থাকলেও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। আমরা ২-৩ সপ্তাহ সময় নিয়ে তার শরীরের অন্যান্য স্থানের টিউমারগুলো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেব।’ গত ১২ ও ২৯ আগস্ট ও চলতি মাসের ৫ তারিখে মুক্তার হাতে তৃতীয় দফায় অস্ত্রোপচার করে তার হাতের সব টিউমার অপসারণ করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। প্রথমে চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন তার হাতটি কেটে ফেলতে হতে পারে।
×