ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ০৩:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৭

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি জাহাঙ্গীর আলম

মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। সোনালী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রামের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রূপালী ব্যাংকের মাঠ পর্যায়ে বিভিন্ন এ গ্রেড শাখার ব্যবস্থাপক, একাধিক কর্পোরেট শাখার শাখা প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসেবে তিনি তার ব্যাংকিং পেশা শুরু করেন।-বিজ্ঞপ্তি সোনালী ব্যাংকের নতুন ডিএমডি জাকির হোসেন মোঃ জাকির হোসেন সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। সোনালী ব্যাংকে যোগদানের পূর্বে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মহাব্যবস্থাপক হিসেবে তিনি জনতা ভবন কর্পোঃ শাখায় প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশন, বিভাগীয় কার্যালয় কুমিল্লা, প্রধান কার্যালয়ের অডিট এ্যান্ড ইন্সপেকশন এবং সর্বশেষ বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জনতা ব্যাংকের মাঠ পর্যায়ে বিভিন্ন এ গ্রেড শাখার ব্যবস্থাপক, একাধিক কর্পোরেট শাখার শাখা প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকিং পেশা শুরু করেন।-বিজ্ঞপ্তি
×