ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৩:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৭

পুুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২২৫ কোটি ৫৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৩৬৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫, কমেছে ১২ এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, সি এ্যান্ড এ টেক্সটাইল, এক্সিম ব্যাংক, ফরচুন সুজ ও মিরাকল ইন্ড্রাস্টিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মিথনু নিটিং, মুন্নু স্টাফলার, আনালিমা ইয়ার্ন, লিব্রা ইনফিউশন, এপেক্স স্পিনিং, প্রিমিয়ার ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, রূপালী লাইফ ও সোশ্যাল ইসলামী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ আইসিবি ২য় এনআরবি, দুলামিয়া কটন, মুন্নু সিরামিক, ইমাম বাটন, স্ট্যান্ডার্ড সিরামিক, সাভার রিফ্যাক্টরিজ, আইএসএন, লিগ্যাসি ফুটওয়্যার, সমতা লেদার ও শাইন পুকুর সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭, কমেছে ১০৪ এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, মিরাকল ইন্ড্রাস্টিজ, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আল আরাফাহ ইসলামী ব্যাংক।
×