ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল পিছিয়ে পড়েও শেখ জামালের নাটকীয় জয়

প্রকাশিত: ০৮:৫১, ৭ সেপ্টেম্বর ২০১৭

বিপিএল ফুটবল পিছিয়ে পড়েও শেখ জামালের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্যগুণে সুযোগকে কড়ায়-গন্ডায় কাজে লাগিয়ে এবং গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্মের অনবদ্য দুই গোলের সুবাদে পিছিয়ে পড়েও নাটকীয় জয় কুড়িয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি- ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও রাতের খেলায় তারা ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। খেলার ২০ মিনিটে আগে গোল করে এগিয়ে যায় ব্রাদার্স। কর্নার পায় তারা। মিডফিল্ডার মিঠু ভুঁইয়ার কর্নারে হেড করেন ফরোয়ার্ড মোহাম্মদ বিপ্লব। জামাল গোলরক্ষক মিতুল হাসান ঝাঁপিয়ে পড়ে গোল ঠেকানোর আপ্রাণ চেষ্টাও করেন বলে হাত লাগিয়ে। কিন্তু বলের গতির সঙ্গে পেরে ওঠেননি। হলুদ শিবিরকে হতভম্ব করে এগিয়ে যায় কমলা শিবির, উল্লাসে ফেটে পড়ে তারা (১-০)। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে ব্রাদার্স। কাউন্টার এ্যাটাকে যায় দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স। মিডফিল্ডার মাসুদ রানা বল নিয়ে জামালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন, বল পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শট করেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন রানা। ৫২ মিনিটে ব্রাদার্সের একটি নিশ্চিত পেনাল্টির আবেদন বিস্ময়করভাবে নাকচ করে দেন রেফারি জালাল উদ্দিন। ৫৩ মিনিটে ফরোয়ার্ড জাবেদ খান ডি-বক্সের ডান প্রান্ত থেকে যে উড়ন্ত ক্রস করেন, তা বক্সের মধ্যে হেড করে জালে জড়িয়ে জামালকে সমতায় ফেরান গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (১-১)। ৬৮ মিনিটে এনামুল হকের কর্নার থেকে চমৎকার হেডে গোল করে ব্যবধান আবারও দ্বিগুণ করেন সলোমন (২-১)। লীগে এটা তার ব্যক্তিগত পঞ্চম গোল, যা চলতি লীগে সর্বোচ্চ (অংশীদার চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ এবং সাইফের হেম্বার ভ্যালেন্সিয়া)। তবে পরের মিনিটেই এনামুল হক দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কৃত হলে দশজনের দলে পরিণত হয় জামাল। এই সুযোগে জামালকে চেপে ধরে সমতায় ফেরার চেষ্টা করে ব্রাদার্স। কিন্তু তাদের সেই প্রচেষ্টাগুলো বার বার রুখে দিয়ে নাটকীয় জয় কুড়িয়ে নেয় জামাল।
×