ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাখাইনে উগ্রবাদী সহিংসতায় মোদির উদ্বেগ

প্রকাশিত: ০৮:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৭

রাখাইনে উগ্রবাদী সহিংসতায় মোদির উদ্বেগ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে উগ্রবাদী সহিংসতায় ভারত উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দেশটির ক্ষমতাসীন দলের প্রধান আউং সান সুচির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান মোদি। খবর ওয়েবসাইটের। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের মধ্যেই দেশটিতে এই প্রথম দ্বিপক্ষীয় দু’দিনের সফরে আছেন মোদি। তিনি মঙ্গলবার বিকেলে দেশটির রাজধানী নেপিদোতে পৌঁছেন। এরপর দেশটির প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। সফরের দ্বিতীয় দিন বুধবার স্টেট কাউন্সিলর, নোবেলজয়ী আউং সান সুচির সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে রোহিঙ্গা ইস্যু সামনে আসবে বলে মনে করা হলেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং শান্তি বজায় রাখার তাগিদ উঠে আসে কেবল। বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নিয়ে কোন কথা বলেননি তিনি।
×