ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলে ৪ দিনব্যাপী সুলতান উৎসব শুরু

প্রকাশিত: ০৮:১৪, ৭ সেপ্টেম্বর ২০১৭

নড়াইলে ৪ দিনব্যাপী সুলতান উৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ সেপ্টেম্বর ॥ জেলায় চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। ‘সংস্কৃতির চর্চাই হোক আমাদের সন্দর আগামীর প্রেরণা’ এ সেøাগানকে সামনে রেখে সরকারী ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। এরপর পর্যায়ক্রমে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এবং চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, রানার অটো মোবাইলস লিঃ এর পরিচালক জহুরুল আলম, ভারতের পশ্চিম বাংলার গভঃ কলেজ আর্টস এ্যান্ড ক্রাফটের অধ্যাপক সুমন পাল, পশ্চিম বাংলার চিত্রশিল্পী স্বপন কুমার রায়, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ। উদ্বোধনী সভা শেষে শিল্পী সুলতানের পালিত কন্যা নিহারবালাকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এই উৎসবের অনুষ্ঠানমালায় রয়েছে আর্ট ক্যাম্প, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় শিল্পী এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা হবে। নড়াইল জেলার আটটি সাংস্কৃতিক সংগঠন এবং ভারতের অতিথি শিল্পীরা সঙ্গীত, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এদিকে সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
×