ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:১৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

টুকরো-খবর

পার্বতীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭ নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৬ সেপ্টেম্বর ॥ পার্বতীপুরে দু’পক্ষের সংঘর্ষ ও মারপিটে ৭ জন আহত হয়ে হলদিবাড়ী সরকারী হাসপাতালে। তারমধ্যে মোশাররফ ও সজিবের অবস্থা গুরুতর। এদের বাড়ি খয়েরপুকুর হাট সংলগ্ন বিষনুপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ডাঙ্গারহাটে মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রমতে মোশাররফের ভাগ্নে শাকিল ঘটনার দিন তার বোনের স্বামীর বাড়ি ডাঙ্গারহাটে ঈদের কোরবানির মাংস দিতে গিয়েছিল। এ সময় দেখা পেয়ে পূর্ব ঘটনার জের ধরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আটরাই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী কল্লোলের নেত্বতে সাহিন, নেওয়াজ মেম্বার ও শাহিনসহ ১০/১২ জনের সংঘবদ্ধ দল তাকে (শাকিলকে) আটকে রাখে। খবর পেয়ে শাকিলকে উদ্ধারের জন্য তার স্বজনরা ডাঙ্গারহাটে উপস্থিত হয়। এ সময় দু’পক্ষের কথা কাটাকাটির মধ্য দিয়ে এ ঘটনা ঘটে। মাদকসেবীর কারাদন্ড- নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার মধুপুর গ্রামে মঙ্গলবার রাতে পুলিশ আবু হোরায়রা কাজল নামে মাদকসেবীকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রওনক জাহান তাকে ২ বছরের কারাদন্ড- প্রদান করেন। ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগল চরাতে গিয়ে বুধবার ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ হচ্ছেন, জেলার নাচোল উপজেলার নেজামপুর স্টেশন পাড়ার সোহেল রানার স্ত্রী ববিতা বেগম (২২)। পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার নেজামপুর রেল স্টেশনের উত্তর পাশে ওই মহিলা ছাগল চরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নব্য জেএমবির সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার ধোবড়াবাজার এলাকা থেকে বুধবার ভোরে পিস্তল ও গুলিসহ নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত জেএমবি সদস্য হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার সাহবাজপুর সন্ন্যাসী গ্রামের মাহিদুর রহমানের ছেলে তোহিদুল ইসলাম। শিবগঞ্জ উপজেলার ধোবড়াবাজার এলাকায় বুধবার ভোর সোয়া চারটার দিকে অভিযান চালিয়ে তোহিদুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নয়াদিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর গ্রামের জলিল মিয়ার ছেলে। জানা যায়, নয়াদিল গ্রামের শামীম মিয়ার একটি নির্মাণাধীন বাড়িতে বালু ফেলতে কলাপসিবল গেট খোলার সময় সুলতান মিয়া বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেতুর নামকরণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে নবনির্মিত আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতু নামকরণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করার দাবিতে মানববন্ধন করেছে আশুগঞ্জের সর্বশ্রেষ্ঠ বাঙালী পরিষদ। বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে একে অপরের হাত দরে দীর্ঘ মানববন্ধনের সূচনা করেন। এ সময় মানববন্ধনে সর্বশ্রেষ্ঠ বাঙালী পরিষদের সভাপতি সাংবাদিক হেলাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসরকারী শিক্ষা কল্যাণ টাষ্ট্রের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সী, প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুব আলম, জাকির হোসেন বাদল, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর মুন্সী, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা পরিষদ কাউন্সিলর কবীর প্রমুখ। ত্রাণসামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে ৫ হাজার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ লাইন চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ম-ল মঞ্জু, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জনপাল, কুড়িগ্রাম জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। নিজ বন্দুকের গুলিতে আহত নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ সেপ্টেম্বর ॥ জেলার পীরগঞ্জ উপজেলার জনতা ব্যাংক শাখার এক নিরাপত্তা কর্মী অনবধানবশত নিজ বন্দুকের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে ওই ব্যাংকের গেটে বন্দুক হাতে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তা কর্মী আব্দুল খালেক । এ সময় তার বন্দুকের ট্রিগারে চাপ পড়লে গুলি বেরিয়ে যায়। এতে আহত হন তিনি। আহত নিরাপত্তা কর্মীকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×