ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’১৮ সালের মধ্যে ময়মনসিংহ বিভাগ বাল্যবিয়েমুক্ত করার ঘোষণা

প্রকাশিত: ০৬:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৭

’১৮ সালের মধ্যে ময়মনসিংহ বিভাগ বাল্যবিয়েমুক্ত করার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ সেপ্টেম্বর ॥ ২০১৮ সালের মধ্যে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিয়ে মুক্ত করার ঘোষণা প্রদান করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। তিনি বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে মাদক, বাল্যবিয়ে, ভিক্ষুকমুক্ত ও মানসম্মত শিক্ষা, বিভিন্ন সেবা কার্যক্রম জনগণকে অবহিতকরণ, দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল নালিতাবাড়ী উপজেলা বিনির্মাণে সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নে সকল দফতর প্রধান, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ওই ঘোষণা দেন। শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সঞ্চালনায় ওই সভায় নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা, প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায় বক্তব্য রাখেন।
×