ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্রাহ্মণবাড়িয়ার ত্রাণ

প্রকাশিত: ০৬:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্রাহ্মণবাড়িয়ার ত্রাণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সহায়তায় ও জেলা পুলিশের উদ্যোগে এই দুই জেলায় ১২টি ট্রাকে মোট ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিনহাজুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএসপি চিত্তরঞ্জন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
×