ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবহেলায় রোগীর মৃত্যু ॥ ডোমারে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৩, ৭ সেপ্টেম্বর ২০১৭

অবহেলায় রোগীর মৃত্যু ॥ ডোমারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ হাসপাতালে চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে মহুবার রহমান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টায় তার মৃত্যু হলে আত্মীয়স্বজনসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মহুবার রহমান জলঢাকা উপজেলার শিমুলবাড়ি বাঁশদহ গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বুকে প্রচ- ব্যথা নিয়ে রাত ২টার সময় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। কিন্তু ওইসময় কোন ডাক্তার হাসপাতালে না থাকায় রোগীকে কোন চিকিৎসা দেয়া হয়নি। পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় মহুবার রহমানের মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্বজনরা। জানা গেছে, মঙ্গলবার রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ কারিমুল হাসান। কিন্তু তিনি ওইসময় হাসপাতালে উপস্থিত ছিলেন না। কিন্তু তার সহকারী উপসহকারী মেডিক্যাল অফিসার ছামিনুর ইসলামও অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে বুধবার দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্যাস্টিকজনিত কারণে তাকে ভর্তি করা হয়েছে। আমি এসে সকাল সাড়ে আটটায় ইসিজি করে রিপোর্ট ভাল পেয়েছি। কথা বলতে বলতে তিনি মারা যান।
×