ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১২, ৭ সেপ্টেম্বর ২০১৭

 জামালপুরে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ সেপ্টম্বর॥ জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও নবম শ্রেণীর ছাত্র মমিনুল ইসলাম জিসান খুনের ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত জিসানের মা মনিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জিসান শহরের মুসলিমাবাদ এলাকার দরিদ্র মজিবর রহমানের একমাত্র ছেলে। বুধবার সকালে শহর ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালিত হয়েছে। জিসান খুনের মামলার আসামিরা হলো-কাউছার, আশিকুর রহমান রাহী ও নবীন। এদের মধ্যে পুলিশ নবীনকে আটক করে এই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান গ্রেফতার নবীনকে বুধবার আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছেন। মামলায় মনিরা বেগম অভিযোগ করেছেন, তার একমাত্র ছেলে জিসান কয়েক বন্ধুকে নিয়ে রবিবার রাতে মনোয়ার প্রেক্ষাগৃহে ছবি দেখতে যায়। তারা রাত ১১টার দিকে বাইরে বের হলে কাউছার, রাহী ও নবীনসহ কয়েক যুবক জিসানকে পেটে ছুরিকাঘাত করে। ওই রাতে সে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যায়। এদিকে জিসান খুনের ঘটনার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জামালপুর শহর ছাত্রলীগের উদ্যোগে বুধবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ,শাহরিয়ার উজ্জল ও ওবায়দুর রহমান টিটু, জালাল আহাম্মেদ হৃদয়।
×