ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সাত লাখ টাকা ছিনতাই ॥ সাড়ে ৩ লাখ উদ্ধার

প্রকাশিত: ০৬:১২, ৭ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে সাত লাখ টাকা ছিনতাই ॥ সাড়ে ৩ লাখ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানা এলাকায় এক ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাই হয়েছে। তবে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে সাড়ে তিন লাখ টাকা। ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারী। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগরীর আসাদগঞ্জের শুঁটকি ব্যবসায়ী মুসা সওদাগরের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ৭ লাখ টাকা নিয়ে জমা দিতে যাচ্ছিলেন ইস্টার্ন ব্যাংক খাতুনগঞ্জ শাখায়। এ সময় তাদের সিএনজি অটোরিক্সাকে অনুসরণ করে ছিনতাইকারী দল। ৩ ছিনতাইকারীর একটি গ্রুপ একপর্যায়ে অটোরিক্সাটির গতিরোধ করে দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং কুপিয়ে ও মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আর এ দৃশ্য দেখে ছিনতাইকারীদের অনুসরণ করতে থাকে মোটর বাইক আরোহী এক ব্যক্তি। অটোরিক্সাটি চকবাজার এলাকায় গিয়ে একটি রিক্সাকে ধাক্কা দিয়ে ছুটতে থাকায় সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশ অনুসরণ করতে থাকে ছিনতাইকারীদের। একপর্যায়ে চট্টেশ্বরী এলাকায় এসে ছিনতাইকারিরা অটোরিক্সাটি রেখে একটি পাহাড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সেই পাহাড়ে অভিযান শুরু করলে ছিনতাইকারীরা টাকার একটি ব্যাগ নিক্ষেপ করে পালিয়ে যায়। সেই ব্যাগে পাওয়া যায় সাড়ে ৩ লাখ টাকা।এদিকে ছিনতাইকালে ধস্তাধস্তিতে ছুরিকাহত হয়েছেন আসাদগঞ্জ এলাকার ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুশীল বড়ুয়া এবং অপর এক কর্মচারী। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×