ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:১১, ৭ সেপ্টেম্বর ২০১৭

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ সেপ্টেম্বর ॥ ‘নতুন দুয়ার খুলতে হবে, ভাঙতে হবে ঘোর, যেমন করে ভেঙেছিল উনিশ একাত্তর’ স্লোগানকে সামনে রেখে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে বুধবার সকালে স্থানীয় ডাঃ কে আহম্মদ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ সুপার মিজানুর রহমান, প্রাইম ইউনিভার্সিটির চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন কথন সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাকিব আল হাসান। ১০ হাজার পরিবারে ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৬ সেপ্টেম্বর ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ও লালমনিরহাট জেলা পুলিশের সহযোগিতায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বুধবার ১০ হাজার পরিবারকে ১০ হাজার ব্যাগ ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ত্রাণসমগ্রীর ব্যাগে ছিল চাল, ডাল, চিনি, সুজি, লবণ, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শিশু পোশাক, স্যালাইন, সাবান ও পানির বোতল। ত্রাণসামগ্রী সংগ্রহে সার্বিক সহযোগিতায় ছিলেন, এমপি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী ও পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বার।
×