ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে কৃষকলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৭

সুনামগঞ্জে কৃষকলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ মাইজবাড়ীতে জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক জুনেদ আহমদকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে সদর উপজেলার মাইজবাড়ী ও বদিপুর গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বেলা ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে জুনেদ বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তার আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আসামিদের ধরতে পারছে না পুলিশ। তাই জুনেদ হত্যার বিচার দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন কুরবাননগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বরকত, আফজাল নুর, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, সাবেক মেম্বার ইছাক আলী, বর্তমান মেম্বার নুরুল হক।
×