ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুত পানিশূন্য হচ্ছে রাজশাহীর পদ্মা

প্রকাশিত: ০৬:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৭

দ্রুত পানিশূন্য হচ্ছে রাজশাহীর পদ্মা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আষাঢ়-শ্রাবণ পুরো বর্ষায় এবার রাজশাহীতে পদ্মার প্রবাহ শুরু না হলেও ভাদ্র মাসে হঠাৎ উজানের ঢলে ফুলে ফেঁপে উঠে পদ্মা। তবে বিপদসীমার কাছাকাছিও আসেনি। পদ্মার এই ফুলে ফেঁপে ওঠা বেশি দিন স্থায়ী না হলেও এরই মধ্যে অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে পদ্মার পানি। গত এক সপ্তাহে তিন ফুটের বেশি পানি কমেছে পদ্মা নদীর। সর্বশেষ ৩০ আগস্ট পদ্মার পানি প্রবাহ ছিল বিপদসীমার ১ দশমিক ৫৬ মিটার নিচে। এর আগে সর্বোচ্চ পানির প্রবাহ ছিল ১৭ দশমিক ৫৪ মিটার। তবে এক সপ্তাহের ব্যবধানে পদ্মা নদীর পানি কমেছে প্রায় রাজশাহী পয়েন্টে ১ দশমিক ৪২ মিটার। গত ২২ আগস্টে পানির লেবেল ছিল স্থির অবস্থায়। এরপর থেকেই রাজশাহীতে কমতে শুরু করে প্রমত্তা পদ্মার পানি। নাব্য হারাতে বসেছে পদ্মা নদী। এরই মধ্যে পানিতে ভাসা ড্রেজার ও নৌকা উঠে গেছে ডাঙ্গায়। চর পড়তে শুরু করেছে পদ্মার বুকে। সর্বশেষ পদ্মার স্রোত এখন স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ২৫ মিটার নিচে দিয়ে বইছে। মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর পাড়ে গিয়ে দেখা যায় ড্রেজার ও বালুবহনকারী নৌকা আটকে আছে চরে। পদ্মায় গোসল করতে আসা পবার নবগঙ্গা এলাকার বাসিন্দা আলিম উদ্দিন বলেন, প্রতিদিনই প্রায় এক হাত করে পানি কমছে। এভাবে কমতে থাকলে এক মাসের মধ্যেই পদ্মার বুকে বিশাল চর জেগে উঠবে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, পদ্মার পানি কমতে শুরু করেছে। এ কারণে নতুন করে আর কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। এ বছর পদ্মায় নতুন করে আর পানি বাড়ারও কোন শঙ্কা নেই বলেও জানান ওই কর্মকর্তা। তবে নদীর পানি কমতে থাকলে ভাঙনের শঙ্কা থাকে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজশাহীর পানি পরিমাপক এনামুল হক জানান, সর্বশেষ বুধবার দুপুর ১২টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৫ মিটার। তিনি আরও বলেন, প্রতিদিনই পানি কমছে। পানি কমার মাত্রাও অস্বাভাবিক। এদিকে পদ্মার পানি অস্বাভাবিকহারে কমতে থাকায় এবার শুষ্ক মৌসুমের আগেই নাব্য হারানোর শঙ্কা দেখা দিয়েছে। গেল মৌসুমেও একই অবস্থার সৃষ্টি হয়েছিল। এবারও যেভাবে দ্রুত পানি কমছে তাতে শুষ্ক মৌসুমের আগেই বালু ভূমিতে পরিণত হওয়ায় উপক্রম হয়েছে পদ্মায়।
×