ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা দেবে ইউনিডো

প্রকাশিত: ০৫:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা দেবে ইউনিডো

বাংলাদেশে ই-বর্জ্য (ইলেট্রনিক ওয়েস্ট) ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা- ইউনিডো। বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত ইউনিডোর মহাপরিচালক মি. লি ইয়ংয়ের বৈঠককালে তিনি এ কথা জানান। বৈঠককালে লি জানান, কৃষিভিত্তিক শিল্পের প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব শিল্পায়নে ইউনিডো সহায়তা করতে আগ্রহী। খবর বাসসর। এ সময় ইউনিডোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস ও বেগম পরাগ, ইউনিডোর পরিচালক সিইয়ং জু, বাংলাদেশে ইউনিডোর স্থায়ী প্রতিনিধি ড. জাকি-উজ্-জামানসহ শিল্প মন্ত্রণালয় ও ইউনিডোর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×