ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের আশ্রয় দিতে সুপ্রীমকোর্ট বারের আহ্বান

প্রকাশিত: ০৫:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের আশ্রয় দিতে সুপ্রীমকোর্ট বারের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও গুলির মুখে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি নেতৃবৃন্দ। মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সেদেশের নিরাপত্তা বাহিনী নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলা এবং নারী-শিশুসহ অসংখ্য মানুষ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান সমিতি নেতৃবৃন্দ। একইসঙ্গে আউং সান সুচিকে দেয়া নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বুধবার দুপুরে সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সমিতি নেতৃবৃন্দ।
×