ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের মূল্যবৃদ্ধি মেনে নেয়া হবে না ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

বিদ্যুতের মূল্যবৃদ্ধি মেনে নেয়া হবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টি হবে নজিরবিহীন ও গণবিরোধী। তাই বিদ্যুতের মূল্যবৃদ্ধি কোনভাবেই মেনে নেয়া হবে না। সরকারকে এ অবস্থান থেকে সরে আসার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অতিশয় চড়া। গত দেড় বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৮০ শতাংশের বেশি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন খরচও কমার কথা। কিন্তু বিদ্যুতের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। গণমাধ্যমে খবর বেরিয়েছে কিছু দিনের মধ্যে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
×