ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০৫:৪১, ৭ সেপ্টেম্বর ২০১৭

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের ছুটি শেষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। এবারের ঈদে কাস্টমস ছুটি ঘোষণা না করলেও হিলি স্থলবন্দর কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করায় বুধবার থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। কাস্টমস সূত্রে জানা যায়, দেশীয় বাজারে চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরকারের ঘোষণা অনুযায়ী এবারের ঈদে স্বল্প পরিসরে লোকবল দিয়ে কাস্টমস অফিস খোলা রাখা হলেও সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন আমদানি-রফতানি বন্ধ রাখেন। এ বিষয়ে হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা ফখর উদ্দিন জানান, মঙ্গলবার পর্যন্ত সিএ্যান্ডএফ এজেন্টদের ঈদের ছুটি ঘোষণা করায় বুধবার থেকে আমদানি-রফতানি চালু হয়েছে।
×