ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ই-বর্জ্য ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দেবে ইউনিডো

প্রকাশিত: ০৫:৪১, ৭ সেপ্টেম্বর ২০১৭

ই-বর্জ্য ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দেবে ইউনিডো

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে ইলেক্ট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক লি ইয়ং। এছাড়াও কৃষিভিত্তিক শিল্পের প্রসার, জ্বালানি দক্ষতা বাড়ানোসহ পরিবেশবান্ধব শিল্পায়নে ইউনিডো সহায়তা করতে আগ্রহী। বুধবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত ইউনিডোর মহাপরিচালক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এসব কথা জানান। বৈঠকে বাংলাদেশের শিল্প খাতে ইউনিডোর সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় কৃষিভিত্তিক শিল্পের ভ্যালু চেইন উন্নয়ন, ট্যানারির কঠিন বর্জ্য ও দূষিত পানি ব্যবস্থাপনা, স্বল্প কার্বন নির্গমন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্যের বহুমুখীকরণে কারিগরি সহায়তা প্রদানসহ অন্যান্য বিষয় আলোচনা হয়। উল্লেখ্য, দুপুরে ইউনিডো মহাপরিচালক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গেও সাক্ষাত করেন। ইউনিডোর মহাপরিচালক বলেন, বাংলাদেশ এখন বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর অন্যতম। জনবহুল বাংলাদেশ বিশ্ব দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে ইউনিডোর সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি অনুকরণীয় মডেল। তিনি এ দেশের টেকসই শিল্প উৎপাদন ও অব্যাহত প্রবৃদ্ধির প্রশংসা করেন। বাংলাদেশে বর্জ্য ও দূষিত পানি ব্যবস্থাপনা ও স্বল্প কার্বন নির্গমনে কারিগরি সহায়তা দিয়ে স্থানীয় শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই শিল্প উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিডো কাজ করে যাবে বলেও তিনি জানান। শিল্পমন্ত্রী বলেন, কান্ট্রি প্রোগ্রামের আওতায় ইউনিডো বাংলাদেশের শিল্প খাতের সার্বিক উন্নয়নে সহায়তা করতে পারে। তিনি সাভার চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যানারি, মেডিক্যাল, গৃহস্থালি ও শিল্পবর্জ্য হতে বিদ্যুত উৎপাদনের জন্য একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের জন্য ইউনিডোর মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া পাট শিল্পের আধুনিকায়নেও ইউনিডোর সহায়তা কামনা করেন। আমু বলেন, দেশী-বিদেশী উদ্যোক্তাদের জন্য আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। পরিবেশ সুরক্ষা করে এসব অর্থনৈতিক অঞ্চলে গুণগত শিল্পায়ন ও প্রযুক্তি স্থানান্তরে ইউনিডো কারিগরি সহায়তা দিতে পারে।
×