ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

ফরাশগঞ্জকে রুখে দিল রহমতগঞ্জ

প্রকাশিত: ০৫:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

ফরাশগঞ্জকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ টাক মাথার কথা শুনেছেন। কিন্তু ‘টাক মাঠে’র কথা? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম খেলাটি অনুষ্ঠিত হলো এমন টাক মাঠেই (মাঠের বিভিন্ন জায়গায় ঘাস উঠে গেছে, প্রেসবক্স থেকেই পরিষ্কার দেখা যাচ্ছিল মাঠের মাটি) যাতে অংশ নেয় দুই ‘গঞ্জ’, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি বনাম ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তবে দুই গঞ্জের জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দ্বৈরথে কেউ জেতেওনি, আবার কেউ হারেওনি। হয়েছে ড্র। স্কোরলাইন ছিল ১-১। যদিও খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফরাশগঞ্জই। ছোট দলের বড় কোচ তিনি। রহমতগঞ্জের কামাল বাবু। সাধারণত শক্তিশালী দলগুলোকেই বিপদে ফেলে থাকেন। কিন্তু বুধবারের খেলায় দেখা গেল তার উল্টো চিত্র। একসময় মনে হচ্ছিল তার দলই বুঝি হারবে। কিন্তু গেমপ্ল্যান আর ম্যাচ টেম্পারামেন্ট দিয়ে ঠিকই হার রোধ করেন। জয়বঞ্চিত করেন প্রতিপক্ষ কোচ আবু ইউসুফকে। মজার ব্যাপার হচ্ছেÑ কামাল বাবু একসময় ছিলেন ফরাশগঞ্জের কোচ। তার অধীনে ২০১১ সালে স্বাধীনতা কাপের অপরাজিত শিরোপা জিতেছিল ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ। বুধবার ম্যাচের শুরুতে দুই দল ভিন্ন ফর্মেশনে খেলে। রহমতগঞ্জ ৪-৩-৩, ফরাশগঞ্জ ৪-৪-২। এতে প্রথম সফলতা পায় ফরাশগঞ্জই। ম্যাচের তখন ১৮ মিনিট। বাঁপ্রান্ত দিয়ে ফরাশগঞ্জের মিডফিল্ডার আফজাল হোসেন প্রতিপক্ষের ডি-বক্সের ঠিক বাইরে থেকে বক্সের মধ্যে হাওয়ায় ভাসিয়ে যে ক্রসটি ফেলেন তা থেকে হেড করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। সেই হেড কোনমতে ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করে দলকে এ যাত্রায় বাঁচান রহমতগঞ্জের গোলরক্ষক ওমর ফারুক লিংকন। কিন্তু পরের মিনিটে লিংকনকে পরাস্ত হতেই হয়। ম্যাথিউর বাড়িয়ে দেয়া বল বক্সের ভেতরে প্রতিপক্ষের দুই-তিন ডিফেন্ডারকে চমৎকারভাবে ড্রিবলিং করে মিডফিল্ডার মোহাম্মদ শামিম ডান পায়ের জোরালো শট জালে ঢুকলে এগিয়ে যায় ফরাশগঞ্জ (১-০)। বিরতির সময় দেখা যায় ডাগ-আউটের পেছনে খেলোয়াড়দের বসিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছেন কামাল বাবু। সেটা কাজে দেয় ম্যাচের ৫১ মিনিটে। কর্নার পায় রহমতগঞ্জ। ডি-বক্সের ভেতর বল পড়লে তা হেড করেন ইসমাইল বাঙ্গুরা। সেই বল গোলরক্ষকের হাত ফস্কে গেলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে জড়িয়ে রহমতগঞ্জকে সমতায় ফেরান মিডফিল্ডার মোহাম্মদ ইলিয়াস (১-১)। ৮৩ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় রহমতগঞ্জ। গাম্বিয়ান মিডফিল্ডার জাত্তা মুস্তফার শটটি ফরাশগঞ্জের ক্রসপিসে লেগে ফিরে এলে আরেকবার গোল থেকে বঞ্চিত হয় রহমতগঞ্জ। ৮৫ মিনিটে ম্যাথিউর শটও রহমতগঞ্জের সাইডপোস্টে লেগে ফিরে এলে একই দশা হয় ফরাশগঞ্জের।
×