ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌনে দুই ফুট পানি নিষ্কাশিত ডিএনডির জলাবদ্ধতা নিরসনে অতিরিক্ত দুটি পাম্প চালু

প্রকাশিত: ০৫:৩১, ৭ সেপ্টেম্বর ২০১৭

পৌনে দুই ফুট পানি নিষ্কাশিত ডিএনডির জলাবদ্ধতা নিরসনে অতিরিক্ত দুটি পাম্প চালু

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্ট অভ্যন্তরের জলাবদ্ধতা নিরসনের জন্য ৬৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন অতিরিক্ত ২টি পাম্প বসানো হয়েছে। অতিরিক্ত ২টি পাম্প এবং ৩৮৪ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৩টি দিয়ে গত ১০ দিনের ডিএনডির অভ্যন্তর থেকে প্রায় পৌনে দুই ফুট পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পাম্প হাউস কর্তৃপক্ষ। ডিএনডিবাসীর দুর্ভোগ লাগবে উর্ধতন কর্তৃপক্ষ হস্তক্ষেপে এ দুটি পাম্প বসানো হয়েছে। ফলে ডিএনডি থেকে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। এতে ডিএনডিবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসছে। পাম্প হাউস কর্তৃপক্ষ জানান, আরও দু-একদিনের মধ্যে ৪০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও ১টি পাম্প চালু করার প্রস্তুতি চলছে। জানা গেছে, রাজধানী ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার থানা এলাকার ৮ হাজার ৩৪০ হেক্টর জায়গা নিয়ে নির্মিত ডিএনডি বাঁধের অভ্যন্তরে প্রায় ২০ লাখ লোক বসবাস করছে। গত ৪ মাস ধরে ডিএনডির ১২ লাখ বাসিন্দা বর্ষার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে মানবেতন জীবন-যাপন করেছে। ডিএনডির ভেতরের ৬০ ভাগ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, শিল্পপ্রতিষ্ঠানসহ নানা ধরনের স্থাপনা স্থানভেদে ১ থেকে ৪ ফুট পানিতে ডুবে যায়। এখনও ডিএনডির বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। পানিবন্দী থাকায় ডিএনডির অনেকেই এবার ঈদ-উল আযহা পালন করতে পারেনি। এদিকে শিমরাইলের পাম্প হাউসের বড় আকৃতির ৪টি পাম্পের মধ্যে ২নং পাম্পটির (১২৮ কিউসেক ক্ষমতাসম্পন্ন) ইম্প্রেলার ভেঙ্গে যাওয়ায় বিকল অবস্থায় রয়েছে। এ অবস্থায় ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পাম্প হাউসের অতিরিক্ত পাম্প বসানোর সিদ্ধান্ত হয়। পাম্প হাউস সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ৩৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন ১টি ও ১ সেপ্টেম্বর ৩০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও ১টি পাম্প পানি নিষ্কাশনের জন্য বসানো হয়েছে। আরও ৪০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও ১টি পাম্প আগামী ২/১ দিনের মধ্যে বসানো হবে। বুধবার দুপুরে শিমরাইল পাম্প হাউসে সরেজমিন গিয়ে বড় আকৃতির ৩৮৪ কিউসেক ক্ষমতাসম্পন্ন ৩টি, ৬৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন ২টি ও ছোট আকৃতির (৫০ কিউসেক ক্ষমতাসম্পন্ন) ১০টি পাম্প চলতে দেখা গেছে। শিমরাইল পাম্প হাউসের উপ-সহকারী প্রকৌশলী রাম প্রসাদ বাছার জানান, পাউবোর ডিজিসহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিএনডির এলাকার পানি নিষ্কাশনের জন্য বড় আকৃতির ৩টি পাম্প ছাড়া ১০৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন অতিরিক্ত আরও ৩টি পাম্প বসানো সিদ্ধান্ত হয়। ফলে গত ৩০ আগস্ট ৩৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন ১টি ও ১ সেপ্টেম্বর ৩০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও ১টি পাম্প চালু করা হয়েছে। ২/১ দিনের মধ্যে ৪০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও ১টি চালু করা হবে। এ পাম্পগুলোর সাহায্য গত ১০ দিনে প্রায় পৌনে ২ ফুট পানি শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়েছে। যদি আরও পৌনে ১ ফুট পানি নিষ্কাশন করা যায় তবে ডিএনডিবাসীর দুর্ভোগ কমে আসবে। বর্তমানে পাম্প হাউসের নিষ্কাশন মুখে পানির উচ্চতা রয়েছে ৩ দশমিক ৩৭ মিটার। পাম্প হাউসের মুখে পানির উচ্চতা যদি ২ দশমিক ৭ মিটারে নামিয়ে আনা যায় তবে ডিএনডিতে শতভাগ জলাবদ্ধতা মুক্ত হবে। তিনি আরও জানান, যদি আর বৃষ্টিপাত না হয় তবে আগামী এক সপ্তাহের মধ্যে ডিএনডির জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।
×