ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত মামলায় বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৫:৩১, ৭ সেপ্টেম্বর ২০১৭

অর্থ আত্মসাত মামলায় বিএনপি নেতার  ভাইয়ের বিরুদ্ধে  পরোয়ানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৩২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহেনুর বুধবার এ পরোয়ানা জারি করেন। মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা আসলাম চৌধুরীর মালিকানার জাহাজ ভাঙ্গা প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিলস লিমিটেডের নামে আরব বাংলাদেশ ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে তিনটি ঋণপত্রের মাধ্যমে মোট ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা গ্রহণ করা হয়েছিল। কিন্তু সে অর্থ যথাযথ খাতে ব্যয় না করে আত্মসাতের অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করে দুদক। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ গত বছর ১৬ জুলাই এ মামলাটি দায়ের করেন, যার চার্জশীট গত ১৭ জুলাই আদালতে দাখিল হয়। দুদক সূত্রে জানা যায়, এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন জসিম উদ্দিন চৌধুরী। রবিবার সেই জামিন আদেশ বাতিল করে তিনদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ হয়। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় দুদকের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। আদালত সে আবেদন মঞ্জুর করে পরোয়ানা জারি করেন। বিএনপি নেতা আসলাম চৌধুরীর মালিকানার প্রতিষ্ঠানের নামে গ্রহণ করা প্রায় ৩২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন আসলাম চৌধুরী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তার স্ত্রী জামিলা নাজনীন মওলা এবং দুই ভাই ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক জসিম উদ্দিন চৌধুরী। তবে মামলার চার্জশীটে বাদ গেছে আসামি হিসেবে অন্তর্ভুক্ত ব্যাংকের দুই কর্মকর্তার নাম। উল্লেখ্য, বিএনপি নেতা আসলাম চৌধুরী ভারতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর এক সদস্যের সঙ্গে বৈঠক করে আলোচিত হন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ পন্থায় বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি নিজেও এখন কারাগারে রয়েছেন।
×