ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৯, ৭ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে, সাতক্ষীরা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- কেরানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর বিজভী বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে শুক্রবার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচী পালিত হবে। বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খোন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা ॥ রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের সেনাবাহিনীর বর্বরোচিত হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে জেলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার সকাল ১০ টায় জজকোর্ট শহিদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি ওসমান গনি, সাবেক পিপি সৈয়দ ইফতেখার আলি, সাবেক সভাপতি এ্যাডভোকেট, আব্দুল মজিদ, এ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, এ্যাডভোকেট ইউনুচ আলি, এ্যাডভোকেট মিজানুর রহামান. এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও এ্যাডভোকেট এবিএম সেলিম। শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ বুধবার শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিক ফোরাম এ কর্মসূচীর আয়োজন করে। এদিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অবিলম্বে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরামের সহসভাপতি আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক মামুন রানা, মোনায়েম খান, আতাউর রহমান পিন্টু, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, শফিউল হাসান চৌধুরী, সাগর বসাক ও কোরবান আলী লাভলু।
×