ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিভিল সার্জনকে মন্ত্রীর ফোন

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ

প্রকাশিত: ০৫:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থী রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং কক্সবাজার জেলা সিভিল সার্জনকে ফোন করে মন্ত্রী এ নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জনকণ্ঠকে জানান, পালিয়ে আসা শরণার্থী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। তারা যাতে সঠিক স্বাস্থ্যসেবা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। পৃথক মেডিক্যাল টিম গঠন করে ক্যাম্পের পাশাপাশি তাদের অবস্থানরত এলাকায় চিকিৎসকরা চিকিৎসাসেবা নিশ্চিত করবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের হামলার ঘটনাকে বর্বর ও অমানবিক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এমনিতেই জনবহুল দেশ। তাই মানবিক কারণে তো এত শরণার্থীর চাপ দীর্ঘদিন সহ্য করতে পারি না। এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত।
×