ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে হাল্কাভাবে নেয়া হবে চরম ভুল

প্রোটিয়াদের শন পোলকের সতর্কবার্তা

প্রকাশিত: ০৫:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

প্রোটিয়াদের শন পোলকের সতর্কবার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে। সিরিজটি হবে দক্ষিণ আফ্রিকায়। এ সিরিজ জিতে নেয়ার চেষ্টায় মশগুল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। এ নিয়ে প্রোটিয়া ক্রিকেটাররা হুঙ্কার দেয়াও শুরু করে দিয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের সতর্কবার্তা দিচ্ছেন সাবেক পেসার শন পোলক। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে হাল্কাভাবে নেয়া হবে চরম ভুল। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।’ এই মাসের ২৮ তারিখেই সিরিজ শুরু হবে। সেদিন পোচেফস্ট্রমে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে ১৫ অক্টোবর প্রথম, ১৮ অক্টোবর দ্বিতীয়, ২২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর প্রথম ও ২৯ অক্টোবর দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। সব সিরিজেই বাংলাদেশকে কুপোকাত করতে চায় দক্ষিণ আফ্রিকা। পেসার কাগিসো রাবাদা যেমন বলেছেন, ‘তুমি বলতে পার। তারা ভাল খেলছে। তবে মনে রাখতে হবে তারা নিজেদের পরিচিত কন্ডিশনে খেলছে। তারা (বাংলাদেশ) এখানে (দক্ষিণ আফ্রিকায়) আসবে। অনেক কঠিন পরিস্থিতিতে তাদের পড়তে হবে।’ সঙ্গে রাবাদা এও যোগ করেছেন, ‘আমরা সবসময়ই জানি, বাংলাদেশ অনেক ভাল দল। তারা আগেও ভাল দল ছিল। এখন তারা তা প্রকাশ করতে পারছে।’ রাবাদার বলা কথার পরই পোলক সতর্কবার্তা দিয়েছেন। হোক না দেশের বাইরে খেলা। দক্ষিণ আফ্রিকা নিজ মাটিতে খেলবে। বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। বাংলাদেশকে কোনভাবেই হাল্কাভাবে নেয়া ঠিক হবে না। পোলক তাই মনে করছেন। নিজেদের সর্বশেষ ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে ওয়ানডে ও টি২০ সিরিজ এবং ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট এখন দ্রুতগতিতে ছুটছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়ে নাকানি-চুবানি খাইয়েছে। এর আগে বিদেশের মাটিতে শ্রীলঙ্কাকেও তিন ফরমেটে হারিয়ে এসেছে টাইগাররা। প্রথমবারের মতো খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে দেশের মাটিতে সর্বশেষ খেলা টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। দেশের বাইরে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ খেলা টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে। তাই পোলকের দৃষ্টিতে বাংলাদেশ এখন যে কোন জায়গাতেই ভয়ঙ্কর প্রতিপক্ষ। তিনি বলেছেন, ‘আপনাকে সবসময়ই সর্বশেষ সিরিজ থেকে শিক্ষা নিতে হবে। আমরা খুব ভাল অবস্থায় নেই। আমার কথায় ছেলেরা হয়তো বা কিছুটা অসন্তুষ্ট হতে পারে। কিন্তু তাদের অবশ্যই শিখতে হবে। ইংল্যান্ড সফরের ভুলগুলো কোনভাবেই বাংলাদেশের বিপক্ষে করা যাবে না। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে। তবে বাংলাদেশ যদিও নিজ কন্ডিশনে ভাল করছে; কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু বিশ্বকাপেও (ইংল্যান্ডের মাটিতে) ভাল করেছে।’ দক্ষিণ আফ্রিকা দলের ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা পোলক বলেন, ফাফ ডু-প্লেসিসের দলের উচিত তারা কি ভুল করেছে সেটা চিহ্নিত করে শোধরানোর চেষ্টা করা। দলের সঠিক ভারসাম্য এনে সিরিজ জয়ের সুযোগটি তাদের কাজে লাগানো উচিত। তার ভাষায়, ‘নতুনভাবে পুনর্গঠিত হওয়ার জন্য তারা কিছুটা সময় পেয়েছে। নতুন পরিবেশ, নতুন কোচ সবমিলিয়ে জ্বলে ওঠার জন্য তাদের সামনে একটা ভাল সুযোগ আছে।’ গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জেতার পরই বিশ্ব ক্রিকেট দরবারে নিজেদের আলাদাভাবে উপস্থাপন করে ফেলেছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কায় লঙ্কানদেরও হারায়। এবার অস্ট্রেলিয়াকে যখন প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে বাংলাদেশ তখন সবদলই বাংলাদেশের বিপক্ষে খেলতে এখন ভয় পাওয়ারই কথা। পোলকের সতর্কবার্তাই বুঝিয়ে দিচ্ছে তা।
×