ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারকে চাপ দিতে সব দেশের এগিয়ে আসা উচিত ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২২, ৭ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারকে চাপ দিতে সব দেশের এগিয়ে আসা উচিত ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার যে অমানবিক নির্যাতন চালাচ্ছে তা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশটির উপর চাপ প্রয়োগে জাতিসংঘসহ অন্য দেশগুলোকে এগিয়ে আসা উচিত। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিএনপির বিকল্প কোন পথ নেই বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জানান, আসন্ন কোরবানি ঈদে ভাল হয়েছে, পশু ও চামড়ার দাম নিয়ে তেমন কোন সঙ্কট তৈরি হয়নি। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মিয়ানমার ইস্যুতে তিনি আরও বলেন, বাংলাদেশ তার সাধ্যানুযায়ী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। আমরা মানবিক দিক থেকে বিষয়টি দেখছি। কিন্তু আমাদের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। এ নিয়ে বিশ্বকে এগিয়ে আসা উচিত। সব দেশ যদি রোহিঙ্গাদের ভাগাভাগি করে নেয়, তাহলে বাংলাদেশের ওপর চাপ কমবে। এই পরিস্থিতি সামাল দেয়া একা আমাদের জন্য কঠিন। শান্তিতে পুরস্কার পাওয়া অউং সান সুচির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই কি তার শান্তির নমুনা? তার মধ্যে কি মানবিক গুণাবলী নাই? মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বাংলাদেশ কেন করেনি জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, তারা ছোট দেশ। তারা পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে এভাবে সিদ্ধান্ত নেয়া চাট্টিখানি কথা নয়। মিয়ানমার প্রতিবেশী দেশ হওয়ার কারণে বাংলাদেশ সহজেই বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে পারে না। বিএনপি না এলেও নির্বাচন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এক বক্তব্যর প্রসঙ্গে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, এই সরকারের অধীনে নির্বাচন করবেন না, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে হবে। আমি তাকে বিনয়ের সঙ্গে বলব, এই আশা ত্যাগ করেন। নির্বাচন করতে হলে এই সরকারের অধীনেই করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে হবে, অন্যকিছু হওয়ার কোন সম্ভবনা নেই। অহেতুক সবকিছুতে বিতর্ক তৈরি করে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। নির্বাচন সামনে, তাদের উচিত নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নির্বাচন না করলে নির্বাচন থেমে থাকবে না। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিকল্প কিছু হতে পারে বলে আমি মনে করি না। বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, তারা আলোচনার কথা বলেছেন, তাদের সঙ্গে আলোচনার সুযোগ নেই। যারা আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করেছেন, হরতাল অবরোধের নামে দেশ অচল করার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে আলোচনার কিছু নেই। চামড়ার দাম নির্ধারণ করা হলেও সেই দামে চামড়া বিক্রি না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের সরকারের কাজ হলো পণ্যর বা চামড়ার মূল্যে নির্ধারণ করে দেয়া, ঘরে ঘরে গিয়ে সেই মূল্যে পেল কিনা তা যাচাই করা সম্ভব না। তারপরও এবারের ঈদে তেমন কোন সঙ্কট হয়নি। চামড়া নিয়েও কোন সঙ্কট তৈরি হবে না।
×