ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এটিএন বাংলায় ‘কোরবান আলীর কোরবানি’

প্রকাশিত: ০৫:১০, ৭ সেপ্টেম্বর ২০১৭

এটিএন বাংলায় ‘কোরবান আলীর কোরবানি’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে এই আনন্দ বা খুশির কোনটার কাছেই কোনদিন ঘেঁষতে পারেনি কোরবান আলী তবে এবারের ঈদটা তার জীবনে খুশি হয়েই আসছে। গত বছর স্ত্রী ফুলজানের গলার হার বিক্রি করে পনেরো হাজার টাকা দিয়ে একটি ষাঁড় বাছুর কিনেছিল কোরবান আলী। স্বামী-স্ত্রী মিলে নিজের পুত্র স্নেহে বড় করে তুলেছে ষাঁড় বাছুরটিকে। আশপাশের চার-পাঁচ গ্রামের মধ্যে এতবড়, এত সুন্দর ষাঁড় আর একটাও নেই। লোকজনকে বলাবলি করতে শোনা যায়, কোরবানির হাটে তুলতেই লাখপতি বনে যাবে কোরবান আলী। কোরবান আলীর অভাব ঘুছবে। এত দিনের লালিত স্বপ্নগুলো একে একে পূরণ হবে। এবারের সত্যিই ঈদ হয়ে আসছে কোরবান আলী ও ফুলজানের দাম্পত্য জীবনে। কোরবান আলীর ষাঁড়টি কিনার ক্ষমতা কয়েক গ্রামের মধ্যে শুধু একজনেরই আছে। তার নাম রমজান আলী ইচ্ছাও ছিল তাই, কোরবান আলীর কোরবানির গরুটি কিনে প্রতিবারের মতো এবারও গ্রামের সেরা কোরবানি দাতার খেতাবটা নিয়ে নেবেন। কিন্তু বাদ সাধল তার স্ত্রী আদুরী বেগম (রোদেলা) তিনি কোরবান আলী গরু কিনতে নারাজ। তাহলে নাকি তার ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। প্রযুক্তির সুবিধা গ্রামে পৌঁছে গেছে অনেক আগেই। আদুরী বেগম নিয়মিত ফেজবুক মেইনটেইন করা মহিলা। ফেজবুকের কল্যাণেই জেনেছে কোরবানির ঈদের মজাই হচ্ছে কোরবানির হাটে গিয়ে কোরবানির গরু কিনাতে। এত দিন সে নির্বোধের মতো এই মজা থেকে বঞ্চিত হয়েছে, আর না। এবার কোরবানির হাটে গিয়ে নিজে গরু পছন্দ করে, গরুর সঙ্গে সেলফি তুলে ফেজবুকের মাধ্যমে বন্ধুদের মতামত নিয়ে, এরপর গরু কিনে বাড়ি ফিরবে। এভাবে এগিয়ে যায় ‘কোরবান আলীর কোরবানি’র কাহিনী। মমর রুবেলের নাট্যরূপে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত আজ রবিবার খ্যাত জনপ্রিয় নাট্য নির্মাতা মনির হোসেন জীবন। নাটকটি চিত্রগ্রণ করেছেন, সোহেল তালুকদার। নাটকটিতে অভিনয় করেছেন, মীর সাব্বির, বাবুল আহমেদ, তারিক স্বপন, অহনাসহ আরও অনেকে। পরিচালক জানান ‘কোরবান আলীর কোরবানি’ নাটকটি ঈদ-উল-আযহায় এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান মালায় ১০ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে।
×