ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ডাকা প্রোগ্রাম’ বাতিলের প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প

অনিশ্চয়তার মুখে ড্রিমার্সরা

প্রকাশিত: ০৪:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৭

অনিশ্চয়তার মুখে ড্রিমার্সরা

যুক্তরাষ্ট্রে বসবাসকারী আট লাখের বেশি তরুণের জীবন অনিশ্চয়তার মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই তরুণরা ১৬ বছর হওয়ার আগে তাদের অনিবন্ধিত বাবা-মায়ের সঙ্গে দেশটিতে গিয়েছিল। তাদের যেন বহিষ্কার করা না হয় সে উদ্দেশ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটি কর্মসূচী গ্রহণ করেছিলেন। এতে দুই বছর পর পর গ্রেস পিরিয়ড সুযোগ রাখা হয়েছিল। কিন্তু ট্রাম্প মঙ্গলবার সে সুবিধা বাতিল করে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি রাজনীতির অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন। এএফপি ও বিবিসি। অনিবন্ধিত তরুণ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ড্রিমার্স নামে পরিচিত। এদের বেশিরভাগই হিসপানিক, বয়স ২০ এর কোঠায়। এদের জন্য ডিএসিএ (ডেফার্ড এ্যাকশন অন চাইল্ডহুড এ্যারাইভাল) নামে কর্মসূচীটি ওবামা ২০১২ সালে চালু করেন। এর ফলে বছর ১৬ হওয়ার আগে যারা অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছে তারা বহিষ্কার এড়াতে পারে। লেখাপড়া অথবা কাজ এর কোন একটি ভিত্তি করে তারা দুই বছর যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেয়েছে, এই দুই বছর তাদের জন্য গ্রেস পিরিয়ড যা নবায়ন করার সুযোগ তারা পেয়েছে। ট্রাম্প মঙ্গলবার এটি বাতিল করে দেন। তার বক্তব্য হলো ‘আমেরিকা ফার্স্টের’ যে নীতির কথা তিনি শুরু থেকে বলেছেন তার অংশ হিসেবে জন্মসূত্রে মার্কিন নাগরিকরা প্রাধান্য পাবে। নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই ট্রাম্প অভিবাসী বিরোধী বক্তব্য দিয়ে এসেছেন। নির্বাচনে জিতে দায়িত্ব গ্রহণের পর তিনি এ বিষয়ে কিছুটা নমনীয় হলেও শেষ পর্যন্ত তিনি ‘ডাকা’ প্রোগ্রাম বাতিলের উদ্যোগ নিলেন। তার এ সিদ্ধান্তে নিজ দলেরও অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতিক ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক, শ্রমিক ইউনিয়ন, ধর্মীয় সংগঠন ও নাগরিক অধিকার সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে অনিবন্ধিত তরুণ অভিবাসীরা এখনই বহিষ্কৃত হচ্ছে না। তারা অবৈধ অভিবাসী ঘোষিত হয়ে বহিষ্কারের আগে ৬ থেকে ২৪ মাস সময় পাবে। কম্পিউটার সায়েন্সের ছাত্র ২৬ বছর বয়সী ইভান সেজা বলছিলেন ‘এই একটি দেশই আমি চিনি। এখানেই আমার ভবিষ্যত। বিনা লড়াইয়ে আমি ছেড়ে দেব না।’ ট্রাম্প অবশ্য বলেছেন যে, ওই সব অনিবন্ধিত তরুণ অভিবাসীদের প্রতি তাদের যথেষ্ট সহানুভূতি রয়েছে। অভিবাসন আইনের ব্যাপক ভিত্তিক সংস্কারের জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তিনি বলেছেন, ‘ডাকা প্রোগ্রাম আমি বাতিল করছি না, বরং কংগ্রেসের জন্য একটি সুযোগ তৈরি দিচ্ছি তারা বিষয়টি নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করতে পারবে।’ তিনি যুক্তি দেখান ২০১২ সালে ওবামা অনিবন্ধিত অভিবাসীদের দেশে থাকার সুযোগ করে দিয়ে যে কর্মসূচী নিয়েছিলেন সেটি করতে গিয়ে তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা অতিক্রম করে গেছেন, যে কোন আদালতই বিষয়টি বাতিল করে দিতে পারত। ট্রাম্পের এ সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের খবর এসেছে। ট্রাম্প যা করেছেন সেটি একজন সাবেক প্রেসিডেন্টকে রাজনীতির মঞ্চে ফিরিয়ে এনেছে। যুক্তরাষ্ট্রে এটি প্রায় নজীরবিহীন একটি ঘটনা। সাবেক মার্কিন প্রেসিডেন্টরা তাদের সময়ে নেয়া সিদ্ধান্ত বাতিল হলেও তা নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেন, এটি মার্কিন রাজনীতির একটি সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু ওবামা সেই রীতি ভঙ্গ করে ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন। বলেছেন অনিবন্ধিত অভিবাসীদের জন্য গৃহীত ডাকা প্রোগ্রাম বাতিল করে ট্রাম্প একটি ‘ভুল’, ‘অবৈধ’ ও ‘নিষ্ঠুর’ কাজ করেছেন। ওবামা বলেন, এসব তরুণকে আক্রমণের লক্ষ্যবস্তু করা উচিত নয়, কারণ তারা এমন কিছু করেনি যা অন্যায়। হয় আমরা সেই ধরনের মানুষ যারা আশাবাদী তরুণদের আমেরিকা থেকে বের করে দিতে চাই। তিনি বলেন, কিংবা নিজের সন্তানকে যেভাবে দেখি, এসব তরুণদেরও সেভাবেই দেখতে পারি। সমালোচকরা এ প্রকল্পকে অবৈধ অভিবাসীদের ক্ষমা করার নামান্তর বলে মন্তব্য করে এসেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ট্রা¤প এ প্রকল্পের বিরোধিতা করছিলেন। ড্রিমারদের ছাড় দেয়ার অনুরোধ জানানো হয়েছিল কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ানের পক্ষ থেকে। বলা হয়েছিল, এ তরুণরা আমেরিকা ছাড়া অন্য দেশ চেনে না, তাদের বাবা-মা তাদের এখানে নিয়ে এসেছে। রায়ানের অবস্থানকে সমর্থন জানিয়ে পরে ডেমোক্র্যাটরাও বলেছিল, তারা যাতে যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারে, সেই রকম আইনই আনা উচিত। এ প্রকল্পের আওতায় যারা সুবিধা পেয়ে আসছেন আগামী ছয় মাস তাদের সমস্যা হবে না বলে। এখন থেকে হোমল্যান্ড সিকিউরিটি নতুন কোন অনিবন্ধিত তরুণ অভিবাসীর আবেদন গ্রহণ করবে না। ট্রাম্প প্রশাসন বলছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে নেয়া ওবামা প্রশাসনের নেয়া এই প্রকল্পটি ছিল অসাংবিধানিক। এক টুইটে ট্রাম্প বলেছেন, ড্রিমারদের বিষয়ে আইন করতে কংগ্রেসকে ছয় মাসের সময় দেয়া হয়েছে।
×