ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে মা মেয়ে ওছেলে নিহত,অন্যত্র ৪

কাভার্ডভ্যানের ধাক্কায় নরসিংদীতে বাস খাদে, হত ছয়

প্রকাশিত: ০৪:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৭

কাভার্ডভ্যানের ধাক্কায় নরসিংদীতে বাস খাদে, হত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে সড়ক দুর্ঘটনায় বুধবার কমপক্ষে ১৩ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে নরসিংদীতে ৬, টাঙ্গাইলে ৪, এবং মৌলভীবাজার গাজীপুর ও কুয়াকাটায় একজন করে রয়েছে। বুধবার সকাল ছয়টায় নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডে ফলবাহী কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। টাঙ্গাইলে ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে বাসচাপায় মা, মেয়ে ও ছেলে নিহত হয়। একই জেলার সখীপুরে মাহিন্দ্র চাপায় এক বৃদ্ধ নিহত হয়। একইদিন মৌলভীবাজারে পণ্য বোঝাই ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী, কালিয়াকৈরে বাস উল্টে এক গার্মেন্টস কর্মী ও কুয়াকাটায় বেড়ানো শেষে বাসায় ফেরার সময় মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, বুধবার ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসস্ট্যান্ডে ফলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় ২৪ জন। মনোহরদী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কান্দাইল বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে যাত্রী নেয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ফলবাহী কাভার্ডভ্যান সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস ও কাভার্ডভ্যান ছিটকে যাত্রী ছাউনিসহ পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। এ সময় যাত্রী ছাউনিতে বসে থাকা যাত্রীসহ বাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং হাসপাতালে নেয়ার পথে অপর ১ যাত্রী নিহত ও ২৪ জন আহত হয়। নিহতরা হলোÑ নরসিংদী সদর উপজেলার আমদিয়া হাটখোলার আলী আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়া গ্রামের আবদুর রহমান (৫০), তার ছেলে রফিকুল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫), একই এলাকার সুজন (৩০) এবং আহতদের মধ্যে প্রাইম হাসপাতালে চিকিৎসা নেয়া চিত্ত রঞ্জন বর্মণকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় । টাঙ্গাইল ॥ ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে বাস চাপায় একই পরিবারের মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মির্জাপুরের মহেড়া জমিদার বাড়ি (পুলিশ ট্রেনিং সেন্টার) বিনোদন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতরা হলো-দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৪) ও ছেলে তানভীর হোসেন (১০)। এদিকে টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্র ট্যাফি ট্রাক্টরের চাপায় হামিদ আলী মাতাব্বর (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালিয়া ভ-স্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার ॥ শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের শহরতলীর সুরভিপাড়া মোড়ে দ্রুতগামী পণ্যবোঝাই একটি ট্রাকের চাপায় মোফাজ্জল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাজীপুর ॥ জেলার কালিয়াকৈরে মঙ্গলবার রাতে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। ওই কর্মীর স্বামীসহ অন্তত ৬ জন আহত হয়। নিহতের নাম সাবিনা ইয়াসমিন (৪০)। সে বগুড়া জেলার শেরপুর থানার আমবৈল এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। সাবিনা কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকার ম-ল গ্রুপের মনট্রিমস লিমিটেড কারখানার শ্রমিক এবং তার স্বামী বাচ্চু মিয়া স্থানীয় নীট এশিয়া লিমিটেড কারখানার নাইটগার্ড হিসেবে চাকরি করেন। কলাপাড়া ॥ কুয়াকাটায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে প্রেমিকের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রী স্বর্ণা আক্তার ইতি (২০) মারা গেছে। বুধবার বিকেলে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের কলংক নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে স্বর্ণাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে কলাপাড়া হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। সিলেট ॥ তামাবিল সড়কের খাদিমপাড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় বুধবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে নারী শিশুসহ ২৫ জন আহত হন।
×