ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

প্রামাণ্যচিত্রের আন্তর্জাতিক আসর ঢাকা ডকক্লাব শুরু কাল

প্রকাশিত: ০৪:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৭

প্রামাণ্যচিত্রের আন্তর্জাতিক আসর ঢাকা ডকক্লাব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ ডকুমেন্টারি ফিল্ম নিয়ে বড়সড় আয়োজন খুব একটা চোখে পড়ে না। সে জায়গা থেকে দেখলে একেবারেই নতুন আয়োজন ঢাকা ডকক্লাব। ছয় দিনব্যাপী আয়োজন আগামীকাল শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে। আন্তর্জাতিক আসরে দেশীয় নির্মাতা ও প্রয়োজকরা যথারীতি যোগ দেবেন। আমন্ত্রিত হয়ে আসছেন বিদেশী অতিথিরা। সব মিলিয়ে কৌতূহলের জন্ম দিয়েছে বৈকি! ঢাকা ডকক্লাবের উল্লেখযোগ্য দিক চলচ্চিত্র কর্মশালা ও বাজার। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হবে। বিভিন্ন বিষয়ের ওপর পাঠদান করবেন চলচ্চিত্রের খ্যাতিমান শিক্ষকরা। ১০ সেপ্টেম্বর বেলা ২টায় পাঠদান করবেন কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক কিম ডং ওন। ‘মাস্টার ক্লাস’ শিরোনামে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই পাঠদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। অন্য শিক্ষকদের মধ্যে থাকছেন ডেনমার্কের চলচ্চিত্র নির্মাতা ক্যারোলিনা লিডিন, ভারতের নিলোৎপল মজুমদার, যুক্তরাষ্ট্রের অড্রিয়াস স্টোনিস, ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্কের পরিচালক পল পওয়েলস, পর্তুগালের পপ ফিল্মসের পরিচালক ও প্রযোজক গ্রাকা কাস্টানহেইরা, জাপানের রয়োতা কোতানি। ডিসিশন মেকার হিসেবে থাকছেন সিলভিয়া বেডনার্জ, বোজানা ম্যারিক, ক্যামিলা নিয়েলসন, জেন রে এন. রাশেদ চৌধুরী, আমান আশরাফ ফয়েজ, আবু শাহেদ ইমন ও তমাল চক্রবর্তী। পার্টিসিপেন্ট হিসেবে ডকক্লাবে থাকছেন বেশ কয়েকজন প্রতিভাবান নির্মাতা। তাদের স্ক্রিপ্টগুলো থেকে পছন্দমতো সংগ্রহ করতে পারবেন প্রযোজকরা। ডকক্লাবে প্রদর্শিত হবে ডকুমেন্টারি ফিল্ম। উদ্বোধনী দিন ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় দেখানো হবে কামরান আহমেদ সায়মন নির্মিত ডকুমেন্টারি ‘আর ইউ লিসেনিং।’ ৯ সেপেটম্বর দেখানো হবে কিম ডঙ অউন নির্মিত ডকুমেন্টারি ‘রিপ্যাট্রিয়েশন।’ পরদিন ১০ সেপ্টেম্বর দেখানো হবে একই নির্মাতার ডকুফিল্ম ‘জুং ইল-উ, মাই ফ্রেন্ড।’ ১১ সেপ্টেম্বর দেখানো হবে অড্রিয়াস স্টোনিজের ‘ওমেন এ্যান্ড দ্য গ্লেসিয়ার।’ ১২ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সিক্সটিনাইন মিনিটস অব এইটি সিক্স ডেইজ।’ ১৩ সেপ্টেম্বর প্রদর্শিত হবে মিরোস্লাভ জ্যানেকের ‘নরমাল অটিস্টিক ফিল্ম।’ ঢাকা ডকক্লাবের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বলেন, দীর্ঘদিনের প্রস্তুতি শেষে এখন সফল একটি আয়োজনের অপেক্ষা করছি আমরা। বহু বিদেশী বন্ধুরা আসছেন। তারা আমাদের আয়োজনে যোগ দেবেন। ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে। চলবে কর্মশালাসহ নানা আয়োজন। রিজওয়ান’র প্রদর্শনী চলছে ‘মনন সমাজ-সংস্কৃতি’র নাট্য বিভাগ নাটবাঙলা আয়োজনে শিল্পকলা একাডেমিতে চলছে ‘নাটবাঙলা নাট্যোৎসব’। উৎসবে প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে নন্দিত নাটরূপকার-নাট্যতাত্ত্বিক ড. সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত নাটক ‘রিজওয়ান।’ উর্দু ভাষার কবি আগা শহীদ আলীর কাব্যগ্রন্থ ‘আ কান্ট্রি উইদাউট আ পোস্ট অফিস’ অবলম্বনে ইংরেজী, উর্দু ও হিন্দী ভাষায় ভারতের অভিষেক মজুমদার রচিত বিয়োগাত্মক নাট্য-আখ্যান ‘রিজওয়ান’। আখ্যানটি ‘নাটবাঙলা’র জন্য বাংলা ভাষায় রূপান্তর করে দিয়েছেন নাট্যজন ঋদ্ধিবেশ ভট্টাচার্য। নাটকে উঠে এসেছে ধর্মান্ধতার কবলে ছিন্নভিন্ন কোন এক ভূখ-ের বিপর্যস্ত মানবতার কথা। নারী ও শিশুদের কথা। ‘রিজওয়ান-ফাতিমা’ নামের দুই ভাই-বোনের স্মৃতি-স্বপ্ন, মিলন-বিচ্ছেদ, বিয়োগের কথা। যুদ্ধকবলিত ঘরহীন মানুষের জীবন ও সংগ্রামের কথা। উৎসবের প্রতিদিন দুটি করে শো। টানা ১৯টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১ সেপ্টম্বর শুরু হওয়া উৎসব চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
×