ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা গৃহবধূকে স্ত্রী দাবি দুই ব্যক্তির

প্রকাশিত: ০৪:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৭

অন্তঃসত্ত্বা গৃহবধূকে স্ত্রী দাবি দুই ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ সেপ্টেম্বর ॥ আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে দু’ব্যক্তি স্ত্রী হিসেবে দাবি করছেন। একই সঙ্গে ওই গৃহবধূর পেটের সাড়ে তিন মাসের বাচ্চাকে দু’ব্যক্তি তাদের সন্তান বলে দাবি করেছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০০২ সালে উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের ওই কন্যার (অন্তঃসত্ত্বা গৃহবধূ) সঙ্গে ফুফুাত ভাই বশির প্যাদার বিয়ে হয়। বিয়ের পর ভালই কাটছিল তাদের দাম্পত্য জীবন। গৃহবধূকে রেখে স্বামী বশির প্যাদা ঢাকায় দিনমজুরের কাজ করে। বশিরের ঘরে ওই গৃহবধূর দুটি বাচ্চা রয়েছে। গত বছর অক্টোবর মাসে ওই গৃহবধূর শারীরিক সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য ওই গৃহবধূ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপাখালী গ্রামের গাজী জামাল উদ্দিনের ছেলে কথিত ফকির জহিরুল গাজীর কাছে যায়। জহিরুল গাজী তাকে (গৃহবধূকে) ঝাঁড়ফুক দেয়। এরপর থেকে প্রায়ই ঝাঁড়ফুকের জন্য গৃহবধূ ওঝা জহিরুলের কাছে যায়। এতে উভয়ের মাঝে ভালবাসার সম্পর্ক সৃষ্টি হয়। গত বছর ডিসেম্বর মাসে ওই গৃহবধূ স্বামী বশির প্যাদাকে গোপনে তালাক দিয়ে জহিরুলকে দ্বিতীয় বিয়ে করে। ওই গৃহবধূ দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্বামী বশিরের সংসারে থেকে যায়। গত ২৪ আগস্ট ওই গৃহবধূ দ্বিতীয় স্বামী জহিরুলের সঙ্গে পালিয়ে যায়। ১১ দিন তারা বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। মঙ্গলবার রাত আড়াইটার দিয়ে ঘোপখালী গ্রামের স্থানীয় লোকজন তাদের ধরে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। প্রথম স্বামী বশির প্যাদা জানান, গত ১৫ বছর ধরে আমার ঘর সংসার করেছে। আমার ঘরে দুটি সন্তান রয়েছে। ও আমার স্ত্রী। ওর গর্ভের সন্তানও আমার। আমি আমার স্ত্রীকে তালাক দেয়নি। দ্বিতীয় স্বামী জহিরুল গাজী জানান, ওই গৃহবধূর সঙ্গে আমি প্রেম করে গত ৬ মাস পূর্বে বিয়ে করেছি। ওই গৃহবধূ আমার স্ত্রী। ওর গর্ভে আমার সাড়ে তিন মাসের একটি সন্তান রয়েছে। গৃহবধূ বলেন, আমি গোপনে গত বছর ১ ডিসেম্বর আমার প্রথম স্বামী বশিরকে তালাক দিয়েছি। পরে ৬ মাস পূর্বে জহিরুলকে দ্বিতীয় বিয়ে করেছি। তিনি আরও বলেন, তালাকের পরে প্রথম স্বামী বশিরের ঘর সংসার করলেও দ্বিতীয় স্বামী জহিরুলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমতলী থানার এএসআই সোহাগ মিয়া বলেন, ওই গৃহবধূ প্রথম স্বামী বশির প্যাদাকে গত বছর ১ ডিসেম্বর গোপনে তালাক দিয়ে ৬ মাস পূর্বে জহিরুল গাজীকে বিয়ে করেছে। কিন্তু ঘর সংসার করেছে বশির প্যাদার। তিনি আরও বলেন, গৃহবধূকে দু’স্বামীই স্ত্রী এবং গর্ভের সন্তান দাবি করছে।
×