ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০৪:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার গকুল নগর নামক স্থানে লাল মিয়া ফিলিং স্টেশনের অভ্যন্তরে তাবাসুম মটরসে বুধবার বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, লালমিয়া ফিলিং স্টেশনের নিকট থেকে জায়গা ভাড়া নিয়ে ভৈরবের ইব্রাহিম মিয়া তাবাসুম মটরস নামে একটি গ্যারেজ তৈরি করেন। এখানে একটি সেটের মধ্যে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করানো হতো। লাল মিয়া ফিলিং স্টেশনের সাথে ৫ বছর মেয়াদী চুক্তি শেষ হওয়ায় ঘটনার দিন বিকেল পৌনে ৪টায় তাবাসুম মটরসের স্থাপনা খুলে নেয়ার কাজ শুরু করা হয়। এসময় লালমিয়া ফিলিং স্টেশনের বৈদ্যুতিক বাতি লাগানোর কাজে ব্যবহৃত লোহার তৈরি উঁচু একটি সিঁড়ি পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইনের নিচ দিয়ে তাবাসুম মটরসের স্থাপনা ভাঙ্গার কাজে নেয়ার সময় সিঁড়িটি বিদ্যুতের তারে লেগে যায়। এসময় সিঁড়িটি টেনে নেয়ার কাজে জড়িত শ্রমিক বরকত হোসেন (২২), হাকিম মিস্ত্রি (৫০), আউয়াল মিয়া (২০), কাউছার (৩০), জাকারিয়া (২৫) ঘটনাস্থলে নিহত এবং আবুল ফায়েজ (৩০) নামে অপর শ্রমিক ভৈরব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর তাবাসুম মটরসের মালিক ইব্রাহিম মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
×