ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফখরুল সাহেবই পদত্যাগ করুক ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৪:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৭

ফখরুল সাহেবই পদত্যাগ করুক ॥ ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছায় থাকব, জনগণ না চাইলে চলে যাব। কিন্তু সংবিধানের বাইরে কিছুই হবে না। নির্বাচনের মাধ্যমে আমরা এসেছি, আরেকটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি জনগণ আমাদের না চায় আমরা থাকব না। বিএনপির ইচ্ছায় আমরা ক্ষমতায় আসিনি, বিএনপির ইচ্ছায় পদত্যাগ করবও না বরং ব্যর্থ নেতৃত্বের দায়ে বিএনপির নেতাদেরই পদত্যাগ করা উচিত। মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের দাবিকে হাস্যকর উদ্ভট দাবি উল্লেখ করে বলেন, মির্জা ফখরুল ও তার দল কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে, একটা নির্বাচিত বৈধ সরকারের পদত্যাগ চান এটা আমি জানতে চাই। এ ধরনের দাবি হাস্যকর উদ্ভট এবং ব্যর্থ দলের প্রলাপ উক্তি ছাড়া আর কিছুই না। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে। নেগেটিভ পলিটিক্স করতে করতে। বিএনপির তৃণমূলে নেতাকর্মীরা আজকে হতাশ, তাদের নেতাকর্মীরা এই ব্যর্থ নেতৃত্বের পদত্যাগ চায়, ফখরুল সাহেবই পদত্যাগ করুক, তারই পদত্যাগ করা উচিত। কারণ তিনি এ যাবত কালে দলের দায়িত্ব নেয়ার পর ১০ মিনিটের জন্য একটি আন্দোলন দেখাতে পারেননি। কাজেই ব্যর্থ নেতৃত্বেরই আগে পদত্যাগ করা উচিত। ব্যর্থরাই সব সময় এ ধরনের প্রলাপ বকে। তিনি বলেন, আগাম নির্বাচন, আগাম রসিকতা হবে না। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় টাচ এ্যান্ড গো পদ্ধতির দুটি লেনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনাম আহমেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- খ) সাজিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তারা। মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের প্রশ্ন তুলে বলেন, একটা নির্বাচিত সরকার, আপনি নির্বাচনে আসেননি বলে নির্বাচন কি অবৈধ। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ হতো ঢাকায় ১৩৯ দেশের স্পীকার, ডেপুটি স্পীকার, পার্লামেন্টের প্রতিনিধিদের নিয়ে কিভাবে আইপিইইউ সম্মেলন ঢাকায় হলো? আইপিইইউ সম্মেলন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সুখবর। দুনিয়ার সকল গণতান্ত্রিক দেশের যদি আমাদের পার্লামেন্ট, নির্বাচন নিয়ে কোন সংশয় থাকত। তবে আইপিইইউ সম্মেলন কি করে আমাদের দেশে হলো। সেই প্রশ্ন মির্জা ফখরুল ইমলাম আলমগীরের কাছে রাখতে চাই? কি করে আইপিইইউ সম্মেলনের প্রেসিডেন্ট বাংলাদেশের স্পীকার নির্বাচিত হলো? কি করে কমনওয়েলথ পার্লামেন্ট এ্যাসোসিয়েশনের মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার হতে পারেন এই প্রশ্নও রাখতে চাই ফখরুল সাহেবের কাছে। ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার সারা দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার অনেক কম হয়েছে। পত্রপত্রিকা ও পুলিশের রিপোর্ট অনুযায়ী ২৫ থেকে ৩০ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এটাই বা হবে কেন? আমাদের চেষ্টা থাকবে, ২০২০ সালের মধ্যে ওয়াল্ড হেলথ অর্গানাইজেশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকের নিচে নামিয়ে আনার। সেই টার্গেটকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এই ঈদে দুর্ঘটনা মোটামুটি কম হয়েছে। কেউ চায় না সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাক। এবার বড় বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষ কম হয়েছে। তবে ছোট ছোট যানবাহন মোটরসাইকেল সড়ক দর্ঘটনার জন্য মূর্তমান আতঙ্ক হয়ে আবির্ভাব হয়েছে। এসব মোটরসাইকেল বা ছোট ছোট যানবাহনের ফিটনেস নেই। ফিটনেস বিহীন যানবাহন যাতে সড়কে চলাচল করতে না পারে সেই ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নজরদারি বাড়ানো জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
×