ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টয়লেট থেকে অজগর উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৭

টয়লেট থেকে অজগর উদ্ধার

ইংল্যান্ডের সাউথএন্ড অঞ্চলের টিম ইয়ার্ডলি নামের এক ব্যক্তি একটি রয়েল পাইথন সাপ পুষতেন। দুই মাস আগে বাসা বদলের সময় সেটি হারিয়ে যায়। পরবর্তীতে ওই সাপটি এক প্রতিবেশীর বাড়ির টয়লেট থেকে উদ্ধার করা হয়। তবে টেলিভিশনে সাপ উদ্ধারের খবর সম্প্রচারের আগে তিনি জানতেন না সেটি কোথায় আছে। খবর দেখে তিনি প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করে সেটি নিয়ে আসেন ও ওই প্রতিবেশীর কাছে দুঃখ প্রকাশ করেন। কারণ বেশ কয়েকদিন ধরেই লরা কাউয়েল নামের ওই প্রতিবেশীর টয়লেট ব্লক হয়েছিল। পয়োনিষ্কাশনের গতিও ধীর হয়ে যায়। এরপর লরা কাউয়েলের পাঁচ বছরের সন্তান বাথরুমে গেলে হঠাৎ করেই পাইথনটি টয়লেট থেকে বের হয়ে আসে। টয়লেটে পাইথন দেখে শিশুটিও সন্ত্রস্ত হয়ে পড়ে। কাউয়েল বলেন, পাইথনটি যখন টয়লেট থেকে বের হয়, তখন সে ছিল ক্ষিপ্ত। যা আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। তিনি বলেন, আমি টয়লেটের ঢাকনা খুলতেই পাইথনটি মাথা বের করে দেয়। জিহ্বাও বের করে রেখেছিল। এরপর তিনি সাপটিকে ভেতরে রেখেই টয়লেটের ঢাকনা ভারি বস্তু দিয়ে আটকে দেন। কয়েকদিন এভাবে ছিল। একটি পোষা প্রাণীর দোকান থেকে বিশেষজ্ঞ এসে তিন ফুট লম্বা সাপটিকে বাইরে বের করে নিয়ে আসে। দোকানটির স্বত্বাধিকারী রব ইলডহাম বলেন, গত দশ বছরে আমি বহু সাপ উদ্ধার করেছি। তবে এটি ছিল একেবারে ব্যতিক্রম। টয়লেট থেকে এই প্রথম আমি সাপ উদ্ধার করেছি। এখন পাইথনটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।- মেইল অনলাইন
×