ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দায়িত্বে অটল থাকায়...

প্রকাশিত: ০৬:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

 দায়িত্বে অটল থাকায়...

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের হাসপাতালের নার্স তিনি। নিজের দায়িত্বে অবিচল ও অটল। কোন লোভ কিংবা ভীতি তাকে নিয়ম মেনে চলা থেকে দূরে রাখতে পারেনি। এক পুলিশ কর্মকর্তা তাকে হাসপাতালের নিয়ম ভেঙ্গে অবৈধ সুবিধা নিতে তাকে গ্রেফতারও করা হয়। পরবর্তীতে এলেক্স উবেলস নামের ওই নার্সকে বীরোচিত সম্মান দেয়া হয়েছে।-মেইল অনলাইন সাইবার চোরের উৎপাত ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি সাইবার হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাইবার চোরদের উৎপাতে তারা অতিষ্ঠ। প্রতিবছর কয়েকশ’ সফল সাইবার হামলা হয়। গত এক বছরে ১ হাজার ১৫২টি সাইবার চুরির ঘটনা ঘটেছে। সাইবার চোররা প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণা উপাত্ত বেশি চুরি করছে। অক্সফোর্ড, ওয়ারউইক ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে গবেষণার তথ্য-উপাত্ত চুরি করা হয়েছে।-বিবিসি অনলাইন
×