ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ইমন হত্যার মূল আসামি অমিত ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে ইমন হত্যার মূল আসামি অমিত ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বন্ধুর বাসায় বন্ধু খুনের ঘটনায় মূল আসামিকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহদাৎ হোসেন ভূইয়া মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মূল আসামি অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদে এ আদেশ দেন। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে আসামিকে নিয়ে কোন অভিযানে যাওয়া যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন ঐ আদেশে। এদিকে, অমিতের স্ত্রী চৈতীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকা-ের ঘটনায় মোট ১৩টি মামলা রয়েছে। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট নগরীর নন্দনকাননের বেঙ্গল হোল্ডিংয়ে ই/৫ নম্বর ফ্ল্যাটে অমিতের ঘনিষ্ঠ বন্ধু ইকরামুল করিম ইমন খুন হয়। কিন্তু হত্যার পর ইমনের মরদেহ গুম করতে কৌশল নেয় অমিত, শিশির ও তার স্ত্রী চৈতী। ইমনের লাশ ড্রামে ঢুকিয়ে এসিড ও চুন ঢেলে গলিয়ে ফেলার চেষ্টা করা হয় প্রথম দিন। এর কারণ হলো মৃতদেহ গলে গেলে হাড়গুলো সাগরের পানিতে ভাসিয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু মৃতদেহ পরদিন না গলে উল্টো শক্ত হয়ে যায়। ফলে অমিত ধারালো অস্ত্র দিয়ে ইমনের লাশ টুকরো করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বালি ও সিমেন্ট দিয়ে ড্রামের মুখ ঢালাই করে ভবনের দারোয়ান শফিকের সহযোগিতায় এনায়েত বাজারস্থ রাণীর দীঘিতে ফেলে দেয়া হয়। ঘটনার ৫ দিন পর গত ১৩ আগস্ট কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার ফাঁড়ির পুলিশ ঐ ড্রাম থেকে উদ্ধার করে একটি গলিত লাশ। দীর্ঘ ১৭ দিন তদন্ত শেষে পুলিশ লাশটি শনাক্ত করে। এই লাশ অমিতের বন্ধু ইমনের। এই ঘটনায় গত ৩০ আগস্ট শিশিরকে গ্রেফতার করা হয়। ইমন কোন এক সময় অমিতের স্ত্রীকে খারাপ নজরে দেখার কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অমিতের বন্ধু ইমাম হোসেন মজুমদার প্রকাশ শিশিরের স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে উঠে এসেছে। এ ঘটনায় ভবনের দারোয়ান শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। ইমন হত্যার ঘটনায় গত ২ সেপ্টেম্বর কুমিল্লার ‘আদর’ নামক একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অমিতকে গ্রেফতার করা হয়। গত ৩ সেপ্টেম্বর মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে অমিত। এর আগে আদালতে স্বীকারোক্তি দিয়েছে এ হত্যাকা-ের সঙ্গে জড়িত শিশির। কিন্তু অমিতকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হারুন হত্যাকা-ের রহস্য জানতে গত রবিবার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
×