ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিন থেকে মুখাবয়ব

প্রকাশিত: ০৫:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৭

জিন থেকে মুখাবয়ব

কোন দিন আপনাকে দেখেনি বিজ্ঞানীরা। আপনার মুখশ্রী কেমন তাও তারা জানেন না। অথচ আপনার মতোই অবিকল মুখাবয়ব তৈরি করতে পারবেন। এজন্য কেবল দরকার আপনার জেনিটিক কোড। নতুন এক গবেষণায় এসব তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে এ সফলতায় ঝুঁকিও রয়েছে। যারা তথ্য ভা-ারে নিজেদের ডিএনএ জমা করে রেখেছেন তাদের জন্য আতঙ্কেরও কারণ বটে। গত কয়েক বছরে একটি গবেষণা প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষের জেনোম সংগ্রহ করা হয়েছে। উদ্দেশ্য, বেশ কয়েকটি রোগে জিনগত প্রভাব জানা। যাদের ডিএনএ সংগ্রহ করে মজুদ করা হয়েছে, তাদের কথা দেয়া হয়েছিল যে নাম পরিচয় কোনদিন প্রকাশ করা যাবে না। কিন্তু সেই আশায় গুড়ে বালি। কারণ ডিএনএ থেকে তাদের ছবি বের করা যাবে। সুতরাং অপরাধীরাও নিস্তার পাবে না। কোন অপরাধীর ডিএনএ পাওয়া গেলেই তার ছবি বের করে নিতে পারবে পুলিশ। এমনকি অপরাধস্থল থেকে ডিএনএ’র নমুনা নিয়ে দুষ্কৃতকারীদের খুঁজে বের করা সহজ হবে। বিজ্ঞানীরা বলেন, আমরা অদ্ভুত কিছু পেয়েছি। জেনোমের ভেতরে আমরা সব তথ্য রয়েছে। কাজেই আপনাকে শনাক্ত করা খুব কঠিন কিছু না। -মেইল অনলাইন
×