ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অফিসে বসে মেইল করলে ...

প্রকাশিত: ০৫:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৭

অফিসে বসে মেইল করলে ...

অফিসে বসে ব্যক্তিগত মেইল চালাচালি করলে চাকরি চলে যেত রুমানিয়ায়। ২০০৭ সালে ইয়াহু মেইল দিয়ে নিজের একটি বার্তা পাঠিয়ে চাকরি হারিয়েছিলেন দেশটির বোগডান মিহাই বারবুলেসকু নামের এক ব্যক্তি। তখন অফিসে নজরদারি সফটওয়্যার দিয়ে কর্মীদের ইন্টারনেট তৎপরতা পর্যবেক্ষণ করা হতো। পরের বছর ২০০৬ সালে আদালতের একটি রায়ে অফিসে ব্যক্তিগত মেইল চালাচালি অবৈধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে গিয়ে সেই রায় টেকেনি। দেশটির সর্বোচ্চ মানবাধিকার আদালত বলেছে, অফিসে বসে ব্যক্তিগত মেইল পাঠালে কর্মীকে বরখাস্ত করা উচিত হবে না। সে সময়ে চাকরি হারিয়ে বারবুলেসকু আদালতে রিট করেছিলেন। কিন্তু নিম্ন আদালতে হেরে উচ্চ আদালতে গিয়ে তিনি জয়ী হলেন। আদালত বলেছে, তার কিছু মেইল ছিল ব্যক্তিগত। তিনি ভাই ও নিজের বাগদত্তাকে মেইল করেছিলেন। ইউরোপীয় মানবাধিকার আদালত জানায়, নজরদারি সফটওয়্যারের কারণে তার ব্যক্তিগত গোপনীয়তা পর্যাপ্ত সুরক্ষিত থাকছে না। তবে এ বিষয়ে আদালত পরিষ্কারভাবে কিছু জানায়নি। আদালত বলেছে, অফিস যখন কর্মীর ইন্টারনেটে ব্যক্তিগত যোগাযোগ পর্যবেক্ষণ করে, তখন সেসব তথ্য দিয়ে যাতে তাকে হয়রানি করা না হয়। নিয়োগকর্তার উচিত হবে, অফিসে কি করা যাবে ও কি করা যাবে না, তা নিয়ে কর্মীর সঙ্গে বিস্তারিত আলাপ করে নেয়া। -বিবিসি অনলাইন
×