ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌমাছির সঙ্গে ফটোশূট

প্রকাশিত: ০৫:৪৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

মৌমাছির সঙ্গে ফটোশূট

মেটারনিটি ফোটোশূটে অদ্ভুত কীর্তি করেছেন এক নারী। ২০ হাজার মৌমাছির সঙ্গে ফটোশূট করলেন তিনি। ওহাইও’র বাসিন্দা ওই নারীর ফটোশূট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তিনি জানান, সাদা রংয়ের গাউনে পা ঢেকে তিনি ওই ফটোশূট করেছেন। তিনি আরও বলেন, ছবি দেখার পর অনেকেই নাকি তাকে বুদ্ধিহীন তকমা দিয়েছেন। -জি নিউজ তাপ থেকে বিদ্যুত ইলেক্ট্রনিকস পণ্য থেকে উৎপাদিত তাপকে ব্যবহারযোগ্য জ্বালানি উৎসে পরিণত করবে এমন এক ডিভাইস বানাচ্ছেন এক পদার্থবিদ। জার্নাল অব ফিজিক্যাল কেমিস্ট্রি লেটার্স-এ প্রকাশিত এক গবেষণার তথ্যমতে, একাধিক উপাদান ও একাধিক স্তরের এই ডিভাইসটির নাম দেয়া হয়েছে ফন ডার ওয়ালস স্কটকি ডায়োড। এটি তাপকে সিলিকন’র চেয়েও তিনগুণ বেশি কার্যকরভাবে বিদ্যুতে পরিণত করে। -আইএএনএস
×