ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০ বছরের মধ্যে সবচেয়ে বড় মহড়ায় নামছে ইসরাইল

প্রকাশিত: ০৫:৪৪, ৬ সেপ্টেম্বর ২০১৭

২০ বছরের মধ্যে সবচেয়ে বড় মহড়ায় নামছে ইসরাইল

ইসরাইল ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করবে বলে ঘোষণা করেছে। মহড়ায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে পরবর্তী যুদ্ধের বিষয়টি ফুটিয়ে তোলা হবে। ওয়েবসাইট। তেল আবিবের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার এ মহড়া শুরু হবে। সামরিক মহড়ায় ইসরাইলে হাজার হাজার সেনা অংশ নেবে। এছাড়া মহড়ায় বিমান, যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজও অংশ নেবে। গত এক বছর ধরে এ মহড়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে, গত মাসে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারবে না ইসরাইল। তিনি এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হিজবুল্লাহ এখন ২০০৬ সালের চেয়েও শক্তিশালী এবং কোন যুদ্ধ শুরু করলে তার চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর হাতে ইসরাইল শোচনীয়ভাবে নাস্তানাবুদ হয়েছিল।
×