ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনদুর্ভোগের অভিযোগ চট্টগ্রামে ক্রিকেটারদের নিরাপত্তায় ৭ কিমি সড়ক ব্লক

প্রকাশিত: ০৫:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

জনদুর্ভোগের অভিযোগ চট্টগ্রামে ক্রিকেটারদের নিরাপত্তায় ৭ কিমি সড়ক ব্লক

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ নিরাপত্তার নামে সাত কিলোমিটার সড়ক ব্লক করে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়ায় বা বিশ্বের কোন দেশে খেলতে গেলে ওই দেশের পুলিশ এমন পরিস্থিতির সৃষ্টি করে না। এমনকি দেশের প্রধানমন্ত্রীসহ কোন মন্ত্রী চট্টগ্রামে এলে এরকম নিরাপত্তা কেন দেয় না পুলিশ। গত ১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন রেডিসন ব্লুতে রাত্রিযাপন করছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট টিমসহ সংশ্লিষ্টরা। এ দুটি টিমকে নিরাপত্তা দিতে সিএমপির পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা কার্যকর করা হচ্ছে। এর মধ্যে দুটি নিরাপত্তা পরিকল্পনা তথা গুরুত্বপূর্ণ সড়ক প্রতিদিন দফায় দফায় ব্লক করে ম্যান টু ম্যান তল্লাশির মাধ্যমে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এবার লালখান বাজার থেকে জাকির হোসেন সড়ক হয়ে সাগরিকাস্থ জহুর আহম্মদ স্টেডিয়াম পর্যন্ত খেলোয়াড়রা চলাচলের প্রায় আধাঘণ্টা আগ থেকে সাধারণ মানুষের রাস্তায় না বন্ধ করার পাশাপাশি দোকানপাটও বন্ধ করে দেয়া হচ্ছে। নগরীর জাকির হোসেন সড়কের আকবরশাহ মাজার এলাকায় দেখা গেছে, আবাসিক গৃহ থেকে কোন মানুষকে বের হতে দেয়নি, দোকানপাট খুলতে দেয়া হয়নি, পথচারী ও যানবাহনকে থামিয়ে রাখা হয়েছে দীর্ঘ প্রায় আধাঘণ্টা। এ ব্যাপারে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে জানিয়েছেন, রাস্তা ব্লক করা ছাড়া কোন গতি নেই। নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলীয় টিম বাংলাদেশে আসতে চায়নি। এছাড়াও তাদের নিরাপত্তার জন্য অন্য সময়ের তুলনায় বেশি পরিশ্রম হচ্ছে আমাদের। কিছুই করার নেই উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ। তবে, এ ধরনের নিরাপত্তা দিতে গিয়ে আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে বাধ্য হচ্ছি। গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রী ও পথচারী হয়রানির মতো পুলিশের পরিকল্পিত কৌশল সাধারণ মানুষের সপ্তাহিক কর্ম পরিকল্পনাকে ব্যাহত করছে। চট্টগ্রাম স্টেডিয়াম থেকে সাগরিকাস্থ জহুর আহম্মদ স্টেডিয়ামের দূরত্ব প্রায় সাত কিলোমিটার রাস্তায় যদি ৫ মিনিটের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে এর ভোগান্তি পোহাতে হয় সারাদিন। এছাড়াও এই দূরত্বের মধ্যে থাকা শুধু ৫ কিলোমিটার জাকির হোসেন সড়কে রয়েছে তিনটি হাসপাতালসহ একটি বিদ্যুত কেন্দ্র এমনকি একটি কারখানাসহ অর্ধশত আবাসিক এলাকা ও সরকারী দফতরকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। জানা গেছে, এই প্রথম বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। গত ২৭ আগস্ট থেকে ঢাকাস্থ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩১ আগস্ট পর্যন্ত খেলার পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টিম চট্টগ্রাম এসেছে গত ১ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলনে ব্যস্ত ছিল এসব ক্রিকেট টিম। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিকে এ ধরনের নিরাপত্তা কৌশল নিয়ে স্থানীয় ও ৩টি গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
×