ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর নির্যাতন অত্যন্ত দুঃখজনক ও অমানবিক ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ওপর নির্যাতন অত্যন্ত দুঃখজনক ও অমানবিক ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এই বিষয়টির প্রতি বিশ্ববাসীর নজর দেয়া উচিত, জাতিসংঘের এগিয়ে আসা উচিত। এর একটি সুরাহা প্রয়োজন। অতিদ্রুত সুরাহা এবং জাতিসংঘের ব্যবস্থা নেয়া উচিত। তিনি আরও বলেন, ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নির্দেশ দেয়া হয়েছে। এর জন্য যা যা দরকার তারা যেন তা করে। মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। ২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার কলেজছাত্রী রূপার মামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অভিযোগপত্র যখনই আসবে তখন থেকেই যেন বিচার শুরু হয়, সে বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। যেদিনই তদন্ত প্রতিবেদন আদালতে জমা হবে, সেদিন থেকেই বিচার শুরু হবে। এই হত্যার বিচার দ্রুত করার জন্য নির্দেশ দিয়েছি। এই সমস্ত মামলার বিচার ‘ডিউ টু প্রসেস’ অনুযায়ী চলবে। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘শান্তি ও স্বস্তির সঙ্গে ঈদ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল।’ আপনি (আইনমন্ত্রী) স্বস্তিতে ঈদ করলেও আমাদের সীমান্তে রোহিঙ্গারা কষ্টে দিনাতিপাত করছেÑসাংবাদিকদের এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ঘটনা দুঃখজনক, অমানবিক। এই বিষয়টির প্রতি বিশ্ববাসীর নজর দেয়া উচিত। জাতিসংঘের এগিয়ে আসা উচিত। এর একটি সুরাহা প্রয়োজন। আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক এ সময় উপস্থিত ছিলেন।
×