ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। ইতোমধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গার স্রোতের সঙ্গে কত কিছু ঢুকে পড়েছে তা আমরা এখনও জানি না। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমকে দেখতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে। এখন সরকারের নীতি হচ্ছে রোহিঙ্গা পুশিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো। বিষয়টি নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস সংগঠনগুলোসহ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, মিয়ানমারের সীমানা দিয়ে রোহিঙ্গারা স্রোতের বেগে বাংলাদেশে ঢুকছে। যার ফলে সীমান্ত এলাকা ভারসাম্যহীন হয়ে পড়ছে। যারা এসে গেছে তাদের (রোহিঙ্গা) বিষয়টা আমরা মানবিকভাবে দেখছি। তবে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি আমরা প্রতিকার করব। রোহিঙ্গা প্রবেশের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। আর কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বর ও ডায়াবেটিস-এর সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন। সকাল সাড়ে ৯ টায় তাকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এ সময় কাদের সিদ্দিকীর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আবদুল্লাহ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জীসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×