ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেই ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর’

প্রকাশিত: ০৫:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৭

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেই ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর’

ইউরোপে মোতায়েন মার্কিন র‌্যাপিড রিএ্যাকশন ফোর্স রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ফাঁস হয়ে যাওয়া এক অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। খবর ওয়েবসাইট। ইতালিতে মোতায়েন মার্কিন ১৭৩তম এয়ারবর্ন ব্রিগেডের অভ্যন্তরীণ প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, লোকবল ও সামরিক সরঞ্জামের ঘাটতি রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংগঠিত নয় এ বাহিনী। অথচ একে ন্যাটো মিত্রদের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে মনে করা হয়।ব্রিগেড কমান্ডার তার বিশ্লেষণে স্বীকার করেছেন, কার্যকরভাবে এবং দ্রুতগতিতে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সক্ষমতা তাদের নেই। ইউক্রেনের বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় এ বাহিনীর নানা দুর্বলতার দিক ফুটে উঠেছে। তাতে দেখা গেছে যে, রাশিয়ার সামরিক ইউনিটগুলোর সঙ্গে তুলনামূলক সক্ষমতার ক্ষেত্রে মার্কিন বাহিনীর মধ্যে শূন্যতা বিরাজ করছে।বিমান প্রতিরক্ষা ও ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিটসহ অন্যান্য ইউনিটের ক্ষেত্রে এ শূন্যতা রয়েছে। এছাড়া উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং জিপিএসের ওপর মার্কিন ইউনিটগুলোকে অতি মাত্রায় নির্ভর করতে হয়। রুশ বাহিনীর সঙ্গে তুলনা করতে গিয়ে একেও মার্কিন বাহিনীর দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। ইউক্রেনের বাহিনীর সঙ্গে যৌথ মহড়া এ বাহিনীর চোখ খুলে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতালির ভাইসেনজাতে মোতায়েন মার্কিন এ ব্রিগেডে চার হাজার সেনা এবং ছত্রী সেনা রয়েছে।
×