ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়ী হওয়ার নিশ্চয়তা নেই’

প্রকাশিত: ০৫:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৭

‘উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়ী হওয়ার নিশ্চয়তা নেই’

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানো হলে তার ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি ঘটবে, কিন্তু যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ী হওয়ার কোন নিশ্চয়তা নেই। ওয়াশিংটনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক শীর্ষ কর্মকর্তা মাইকেল মোরেল। সিবিএস নিউজ। সিআইএর সাবেক উপ-পরিচালক এবং ভারপ্রাপ্ত প্রধান মার্কিন চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাতকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা আছে। এর একটি হলো সামরিক হামলা চালানো। এতে ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি ঘটলেও যুক্তরাষ্ট্রের বিজয়ী হওয়ার কোন নিশ্চয়তা নেই বলে জানান তিনি। দ্বিতীয় পথটি উত্তর কোরিয়া যে তৎপরতা চালাচ্ছে তা মেনে নেয়া এবং তাদের শান্ত করা পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা জোরদার করতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন, শেষের পথটি বেছে নেয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবং এতে সুফল পাওয়া যাবে। অবশ্য, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি এখনও নিশ্চিত করেনি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়। এ সত্ত্বেও পিয়ংইয়ং হাইড্রোজেন বোমার পরীক্ষাই করেছে বলে ধারণা ব্যক্ত করেন মোরেল। এর আগে উত্তর কোরিয়া যে পরমাণু বোমার পরীক্ষা করেছিল তার চেয়ে সর্বশেষ পরীক্ষা ১০ গুণ বেশি শক্তিশালী বলে উল্লেখ করেন তিনি। উত্তর কোরিয়াকে উস্কানি না দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সরকারকে উপদেশ দেন তিনি।
×