ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নির্যাতন নিয়ে সুচিকে এরদোগানের ফোন

প্রকাশিত: ০৫:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নির্যাতন নিয়ে সুচিকে এরদোগানের ফোন

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গত সপ্তাহে বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে। আর মঙ্গলবার তিনি সরাসরি ফোন করেছেন দেশটির সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী আউং সান সুচিকে। বিবিসি ও চ্যানেল নিউজ এশিয়া। ফোনালাপে এরদোগান সুচির কাছে রোহিঙ্গা মুসলিমদের ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে বলেন, রোহিঙ্গা সঙ্কট পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি এ হত্যাকা-কে নিরপরাধ মানুষের ওপর তা-ব বলে এ ঘটনার তীব্র নিন্দা জানান। তবে এ বিষয়ে সুচির প্রতিক্রিয়া এ পর্যন্ত জানা যায়নি। তুরস্কের সরকারী বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং কথা বলতে এরদোগান তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুকে বুধবার বাংলাদেশে পাঠাচ্ছেন। রোহিঙ্গা সঙ্কট নিয়ে তুরস্ক কয়েকদিন ধরে বেশ তৎপর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে এ বিষয়ে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সঙ্গে কথা বলেন এরদোগান। এমনকি জাতিসংঘের মহাসচিব এ্যান্তনিও গুতেরেসের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, চলতি মাসের শেষদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় তিনি বিষয়টি তুলবেন। জাতিসংঘ বলছে, গত ১১ দিনে ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে। এদিকে মালয়েশিয়া দেশটিতে নিয়োজিত মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটি অব্যাহত সহিংসতায় রাখাইনদের ওপর চালানো হত্যাকা- নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, রাখাইনে সর্বশেষ সংঘাত থেকে এটাই প্রমাণিত হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের সমস্যা সমাধানে কোন শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে না মিয়ানমার। বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা দরকার বলে মনে করছে তার দেশ। এদিকে রাখাইন রাজ্যে অপরিহার্য নয় এমন সফর থেকে বিরত থাকতে মালয়েশীয় নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। ইরানী ও তুর্কী পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে রোহিঙ্গাদের দুর্দশাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির বিশেষ সভার আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন আনিফাহ।
×