ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-ভারত একমাত্র টি২০ আজ

প্রকাশিত: ০৫:২৮, ৬ সেপ্টেম্বর ২০১৭

শ্রীলঙ্কা-ভারত একমাত্র টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ও সফরকারী ভারতের মধ্যকার একমাত্র টি২০ আজ। টেস্টে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ লঙ্কানদের জন্য এটি লজ্জার ক্ষতে প্রলেপ বোলানোর শেষ সুযোগ। কিন্তু কাজটা স্বাগতিকদের জন্য কঠিন। ঘরের মাটিতে টানা আট ম্যাচে এতটুকু প্রতিরোধ গড়তে পারেনি তারা। ১৯৯৬ চ্যাম্পিয়নদের সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি নিজেদের মাঠে দুর্বল জিম্বাবুইয়ের কাছে পর্যন্ত ওয়ানডে সিরিজে হারে অর্জুনা রানাতুঙ্গার উত্তরসুরিরা। দায়ভার মাথায় নিয়ে নেতৃত্ব ছেড়েছেন বড় তারকা এ্যাঞ্জেলো ম্যাথুস, নতুন অধিনায়ক উপুল থারাঙ্গা আবার ওয়ানডে-টি২০তে মনোযোগ দিতে ছয় মাসের জন্য টেস্ট থেকে স্বেচ্ছা নির্বাসনের ঘোষণা দিয়েছেন। ইনজুরির জন্য বাইরে আছেন একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্যদিকে বিরাট কোহলির অধীনে দুর্দান্ত খেলছে ভারত। টেস্টের এক, ওয়ানডতে দুই ও টি২০তে পাঁচ নম্বরে তারা। টি২০ র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ৮ নম্বরে। অভিজ্ঞদের মধ্যে সাবেক অধিনায়ক ম্যাথুস, বর্তমান অধিনায়ক থারাঙ্গা, পেসার লাসিথ মালিঙ্গা ও অলরাউন্ডার থিসারা পেরেরা অন্যতম। এদের পারফর্মেন্সের ওপরই মূলত লঙ্কানদের ভাগ্য নির্ভর করবে। কুশল মেন্ডিস, নিরোশান দিকওয়েলা, মিলিন্দা শ্রীবর্ধনে আর ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তনে চমক দেখানো স্পিনার লক্ষণ সান্দাকানের দিকেও দৃষ্টি থাকবে। তবে ব্যক্তিগত বা দলীয় কোন বিচারেই ভারতের সমকক্ষ নয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে অধিনায়ক সুপার কোহলির সঙ্গে আছেন তুখোড় রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। দুই সেঞ্চুরিতে পাঁচ ওয়ানডেতে সাড়ে তিন শ’র ওপরে রান করে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে কোহলি। নাম্বার ওয়ান ছুঁয়েছেন সেরা সময়ের শচীন টেন্ডুলকরের রেটিং। সবচেয়ে কম ইনিংসে ৩০ ওয়ানডে সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন তুখোড় উইলোবাজ। শচীন যেখানে ২৬৭ ইনিংসে ৩০ সেঞ্চুরি পেয়েছিলেন, কোহলির সেখানে লেগেছে মাত্র ১৮৬ ইনিংস।
×