ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

শেখ জামালের শীর্ষে ওঠার ম্যাচে প্রতিপক্ষ ব্রাদার্স

প্রকাশিত: ০৫:২৭, ৬ সেপ্টেম্বর ২০১৭

শেখ জামালের শীর্ষে ওঠার ম্যাচে প্রতিপক্ষ ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার ॥ ঈদ-উল আযহার কারণে বন্ধ ছিল ছয়দিন। প্রায় সপ্তাহ খানেকের বিরতির পর আজ বুধবার থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ।’ সপ্তম রাউন্ডের ৩৯ এবং ৪০ নম্বরের দুটি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকেল ৫টায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। যতই দিন যাচ্ছে ততই জমে উঠছে লীগ। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি এখনও ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড (জয় ৬টি, ড্র ১টি)। তবে আজ তাদের পেছনে ঠেলে জায়গাটা দখল করে নেয়ার সুবর্ণ সুযোগ পাবে তিনবারের লীগ চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল। সেক্ষেত্রে আজ তাদের প্রতিপক্ষ গোপীবাগের ব্রাদার্সকে হারাতে হবে কমপক্ষে চার গোলের ব্যবধানে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট জামালের। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের রয়েছে ৫টি জয় এবং একটি ড্র। চট্টগ্রাম আবাহনীর মতো তারাও চলতি লীগে এখনও অপরাজিত আছে। পক্ষান্তরে ব্রাদার্স জিতলে তারা একলাফে দশ থেকে উঠে আসবে ছয় নম্বরে। নবাগত সাইফ স্পোর্টিংও ৬ ম্যাচ খেলে জামালের মতোই ৫টি জয় পেয়েছে। তবে একটি হারও আছে তাদের। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের পরের অবস্থানেই আছে লীগের বর্তমান ও সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী । ৭ ম্যাচে ৪ জয়, দু’টি ড্র ও একটি হারে তাদের পয়েন্ট ১৪। ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জের ৬ ম্যাচে জয়, হার আর ড্র দু’টি করে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল। ৬ ম্যাচে দুই জয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী ও ১২ বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুইবারের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধারও সাদাকালোদের সমান ৬ পয়েন্ট। তবে গোলগড়ে পিছিয়ে থাকায় তারা আছে মোহামেডানের একধাপ নিচে। ৫ পয়েন্ট নিয়ে দুইবারের চ্যাম্পিয়ন টিম বিজেএমসি নবম আর তাদের সমান পয়েন্ট নিয়ে ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ও দুইবারের শিরোপাধারী ব্রাদার্স আছে দশম স্থানে। ৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আরামবাগ। আর তলানিতে থাকা ফরাশগঞ্জের ৬ ম্যাচের ৫টিতেই হার। একটি মাত্র জয় তাদের। বিস্ময়করভাবে সেটি আবার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে। আজ যদি ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ জিততে পারে কমপক্ষে চার গোলের ব্যবধানে তাহলে তারা তলানি (দ্বাদশ) থেকে চার ধাপ ওপরে উঠে অষ্টম স্থানে চলে আসতে পারবে। তবে রহমতগঞ্জ জিতলে বা ড্র করলে বা হারলেও আগের পজিশনেই রয়ে যাবে। আজকের খেলায় জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড মমোদৌ বাও এক গোল করলে ছুঁয়ে ফেলবেন ৫ গোল করে শীর্ষ গোলদাতা চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজকে। আর দুই গোল করলে বনে যাবেন এককভাবে শীর্ষ গোলদাতা। এছাড়া তিন গোল নিয়ে লড়াইয়ে থাকবেন রহমতগঞ্জের গিনি ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা এবং শেখ জামালের আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্মও। এখন দেখার বিষয় আজকের খেলায় কোন্ দল কেমন ফল করে।
×