ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মূলপর্বে এক পা জার্মানি, ইংল্যান্ডের

প্রকাশিত: ০৫:২৬, ৬ সেপ্টেম্বর ২০১৭

মূলপর্বে এক পা জার্মানি, ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ১৯৬৬ আসরের শিরোপাধারী ইংল্যান্ড। সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলের ‘সি’ গ্রুপের ম্যাচে নরওয়েকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। অন্যদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে স্লোভেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বে এটি জার্মানির টানা অস্টম জয়। এরপরও ইউরোপের পাওয়ার হাউসদের বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত হয়নি। বিষয়টি অবাক করার মতোই। তবে এর মূল কারণ বাছাইপর্বে হাড্ডাহাড্ডি লড়াই আর প্রতিটি গ্রুপ থেকে সরাসরি একটি করে দলের মূলপর্বের টিকেট পাওয়া। এ কারণেই নিজেদের গ্রুপে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর পরও গ্রুপ সেরা নিশ্চিত হয়নি জোয়াকিম লোর দলের। ‘সি’ গ্রুপে জার্মানির সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে নর্দার্ন আয়ারল্যান্ড। পরশু রাতে তারা চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-০ গোলে। গ্রুপের সেরা হয়ে আয়ারল্যান্ডেরও বিশ্বকাপে খেলার সুযোগ আছে। এজন্য অবশ্য পরের ম্যাচে জার্মানিকে হারাতে হবে আর শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারতে হবে আজারবাইজানের কাছে। দু’টি বিষয়ই অনেকটা অসম্ভব। তবে খাতাকলমে সম্ভাবনা থাকায় এখনও রাশিয়ার টিকেট নিশ্চিত হয়নি জার্মানির। আট ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৩ গোল দেয়া জার্মানি পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড সর্বশেষ ম্যাচে জয় পাওয়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার অপেক্ষা বেড়েছে। আগামী মাসে বেলফাস্টে নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াতে পারলেই অবশ্য রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত হবে জোয়াকিম লো’র দলের। অর্থাৎ চূড়ান্তপর্বে উঠতে আর ১ পয়েন্ট দরকার মুলার, ড্রাক্সলার, ওজিলদের। অন্যদিকে ‘এফ’ গ্রুপ থেকে ইংল্যান্ডেরও বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত। আটটি করে ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ত্রি লায়ন্সরা। দ্বিতীয় স্থানে থাকা সেøাভাকিয়ার পয়েন্ট ১৫। পরের ম্যাচেই ইংলিশদের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত হয়ে যেতে পারে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেন এরিক ডিয়ের ও মার্কাস রাশফোর্ড। সেøাভাকিয়ার হয়ে গোলটি করেন স্টনিসøাভ লোবোটকা। অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ইংল্যান্ড। স্বাগতিকদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সেøাভাকিয়াকে এগিয়ে নেন লোবোটকা। বিরতির আট মিনিট আগে রাশফোর্ডের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান ডিয়ের। বিরতির পর ৫৯ মিনিটে দারুণ শটে সফরকারী দলের গোলরক্ষক মার্টিন ডুবরাভরাকে পরাস্ত করে ইংল্যান্ডকে দারুণ জয় এনে দেন দারুণ ফর্মে থাকা তরুণ ফরোয়ার্ড রাশফোর্ডই। আগামী ৫ অক্টোবর ঘরের মাঠ ওয়েম্বলিতে স্লোভেনিয়াকে হারাতে পারলেই রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেবে গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন ইংলিশ কোচ। স্টুটগার্টে নরওয়েকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছে জার্মানি। ১০ম মিনিটে মেসুত ওজিল দলকে এগিয়ে নেয়ার পর জুলিয়ান ড্রাক্সলারের গোলে সহায়তা করেন। বিরতির আগেই জোড়া গোল করেন টিমো ওয়ার্নার। চার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর জার্মানির হয়ে আরও দুই গোল করেন লিওন গনেটস্কা ও মারিও গোমেজ। এই গ্রুপে চেকদের হারিয়ে কমপক্ষে প্লেঅফ খেলা নিশ্চিত করেছে নর্দার্ন আয়ারল্যান্ড। ইউরোপের নয় গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি এবং সেরা আট গ্রুপ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে চারটি দল রাশিয়া বিশ্বকাপের টিকেট পাবে। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ক্যামেরুনের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে না পারলেও মূলপর্বের সুবাস পাচ্ছে নাইজিরয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে আফ্রিকার সুপার ঈগলরা ১-১ গোলে ড্র করেছে ক্যামেরুনের সঙ্গে। এর আগে প্রথমপর্বের লড়াইয়ে ঘরের মাঠে ক্যামেরুনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল নাইজিরিয়া। ক্যামেরুনের স্তাডে আহমাদু আহিজুতে অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে মোসেস সিমোনের গোলে এগিয়ে যায় নাইজিরিয়া। বিরতির পর ৭৫ মিনিটে ম্যাচ জমিয়ে তোলে ক্যামেরুন। পেনাল্টি গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ভিনসেন্ট আবুবকর। তবে এরপর আর কোন গোল না হলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। চার ম্যাচ থেকে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাইজিরিয়া। আগামী ৭ অক্টোবর ঘরের মাঠে জাম্বিয়াকে হারাতে পারলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেবে নাইজিরিয়া। অন্যদিকে এই ড্রয়ে রাশিয়া বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে ক্যামেরুনের।
×